ডবল ইঞ্জিনের রাজ্যগুলিতে শিকেয় নারীসুরক্ষা! ৭ লক্ষের বেশি মহিলা-নির্যাতন যোগীরাজ্যেই

Must read

দেশজুড়ে নারীসুরক্ষা শিকেয় উঠেছে। গোটা দেশে কর্মক্ষেত্রেই অসুরক্ষিত নারীরা। তাঁর মধ্যে বেহাল দশা বিজেপি সাসিত রাজ্যগুলিতেই। দেশে ৫৮ লক্ষ ২৪ হাজার ৯৪৬টি নারী নির্যাতনের ঘটনার মধ্যে সাড়ে ৭ লক্ষেরও বেশি ঘটনা ঘটেছে ডাবল ইঞ্জিন রাজ্য উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। মোদি-শাহের রাজ্য গুজরাতে এই সংখ্যাটা ৫ লক্ষেরও বেশি। এর মধ্যে পশ্চিমবঙ্গের নথিভুক্ত অপরাধ ২ লক্ষেরও কম। অগাস্ট মাসেই প্রকাশ্যে এসেছে পরিসংখ্যান মন্ত্রকের রিপোর্ট—‘উইমেন অ্যান্ড মেন ইন ইন্ডিয়া ২০২৩’।

পরিসংখ্যান মন্ত্রকের রিপোর্টে ২১২ পাতার নথির মধ্যে ১৩১ নম্বর পাতায় বলা হয়েছে, দেশে সর্বাধিক ধর্ষণের শিকার হয়েছে ১৮ থেকে ৩০ বছর বয়সি মহিলারা। তাঁদের মধ্যে বেশিরভাগই কোথাও না কোথাও কর্মরতা। এর মধ্যে এই রিপোর্টে চাঞ্চল্যকর বিষয় হল, ১৬ বছরের কম বয়সি মেয়েদের উপর হওয়া নির্যাতনের ঘটনার যথাযথ নথিভুক্তিকরণ হচ্ছে না।

আরও পড়ুন- ১১ নভেম্বর শেষ উড়ান ভিস্তারার! কীহবে যারা টিকিট কেটেছিলেন?

এ প্রসঙ্গে রাজ্যের মহিলা, শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণমন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন, ‘দেশে ধর্ষণের মতো ঘটনায় শাস্তির হার মাত্র ২৭ শতাংশ। দোষীরা আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি তুলেছেন, ফাস্ট ট্র্যাক কোর্ট এবং এই ক্ষেত্রে জড়িত প্রতিটি সংশ্লিষ্ট দফতর ও সংস্থাকে একসঙ্গে কাজ করতে হবে। এখানে কোনও রাজনীতি থাকাই উচিত নয়।’

Latest article