ফল প্রকাশ CBSE-র দ্বাদশ শ্রেণির, বাড়ল পাশের হার

Must read

দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশ সিবিএসই-র (CBSE Class 12th Result)। চলতি বছর প্রায় ৩৯ লক্ষ পড়ুয়া সিবিএসই-র দশম এবং দ্বাদশের পরীক্ষায় বসে। দ্বাদশের পাশাপাশি দশমের ফলাফলও শীঘ্রই প্রকাশ করবে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। চলতি বছর পাশের হার ৮৭.৯৮ শতাংশ। গত বছরের তুলনায় এবারের পাশের হার ০.৬৫ শতাংশ বেড়েছে। গত বছর পাশের হার ছিল ৮৭.৩৩ শতাংশ। তবে আইসিএসই-র পর এবার সিবিএসই-র ফলাফলেও চমক মেয়েদের। ছেলেদের পাশের হার যেখানে ৮৫.১২ শতাংশ, সেখানে মেয়েদের পাশের হার ৯১.৫২ শতাংশ।

চলতি বছর মোট ১৬২১২২৪ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। এদের মধ্যে পাশ করেছে ১৪২৬৪২০ জন। পাশের হারের নিরিখে দেশের মধ্যে প্রথম হয়েছে তিরুবনন্তপুরম (৯৯.৯১ শতাংশ)। এরপর আছে যথাক্রমে বিজয়ওয়াড়া (৯৯.০৪ শতাংশ), চেন্নাই (৯৮.৪৭ শতাংশ) এবং বেঙ্গালুরু (৯৬.৯৫ শতাংশ)। পরীক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইট cbseresults.nic.in এবং results.cbse.nic.in -এ গিয়ে তাঁদের রেজাল্ট দেখতে পারবেন। এছাড়াও উমঙ্গ অ্যাপ, digilocker.gov.in – ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল।

আরও পড়ুন- আশীর্বাদ চাইতে এসেছি, ভোট দিন কাজের নিরিখে, রবিবাসরীয় প্রচারে দেবের বার্তা

গত ৩ মে দশম ও দ্বাদশের রেজাল্ট নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে সিবিএসই। সেখানে বলা হয়, মে মাসের ২০ তারিখের পর প্রকাশ করা হবে ফল। কিন্তু তার আগেই সোমবার দুই বোর্ডের পরীক্ষার রেজাল্ট প্রকাশ করছে কেন্দ্রীয় বোর্ড। এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে পড়ুয়ারা। একইসঙ্গে নির্দিষ্ট ওয়েবসাইটে লগ ইন করেও সিবিএসই-র দশম এবং দ্বাদশের পরীক্ষার্থীরা রেজাল্ট দেখতে পারবে।

Latest article