এসআইআর নিয়ে সার্বিক টিমওয়ার্ক, মন্তব্য ডেরেকের

তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন জানালেন, এসআইআর নিয়ে বলার জন্য তৃণমূল ও আপের দুই দলনেতার জন্য দু’মিনিট করে বরাদ্দ করা হয়েছিল।

Must read

প্রতিবেদন : সংসদে অসাধারণ টিম-ওয়ার্কের নজির গড়ল তৃণমূল-সহ বিরোধীরা। সোমবার তৃণমূলের নেতৃত্বে বিরোধী জোটের নির্বাচন কমিশনের কার্যালয় অভিযানে প্রতিফলিত হয়েছিল যে অনন্য টিমওয়ার্ক, মঙ্গলবার রাজ্যসভায় দেখা গেল সেই একই ছবি।

আরও পড়ুন-দিনের কবিতা

তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন জানালেন, এসআইআর নিয়ে বলার জন্য তৃণমূল ও আপের দুই দলনেতার জন্য দু’মিনিট করে বরাদ্দ করা হয়েছিল। কিন্তু সোমবারের টিমওয়ার্কের সাফল্যের কথা মনে রেখে তৃণমূলের দলনেতা হিসাবে তিনি নিজে এবং আপের দলনেতা সিদ্ধান্ত নেন, তাঁরা বলবেন না। ওই সময়টা তাঁরা বক্তব্য পেশ করার জন্য ছেড়ে দেন রাজ্যসভায় বিরোধী দলনেতা কংগ্রেসের মল্লিকার্জুন খাড়্গেকে। খাড়্গে তাঁর ভাষণে তীব্র ভাষায় আক্রমণ করেন বিজেপি আর কমিশনকে। তাঁর কথায়, এসআইআরের চূড়ান্ত শিকার হচ্ছেন দলিত, আদিবাসী-সহ পিছড়েবর্গের মানুষ। বাংলা-অসম সহ দেশের সর্বত্র এসআইআরের চক্রান্ত চলছে। সেই কারণেই সংসদে আলোচনা চাইছে
না বিজেপি।

Latest article