ট্রেন দুর্ঘটনা দায়ী চালকের অতিরিক্ত আত্মবিশ্বাস

তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরেই তাঁকে জিজ্ঞাসাবাদ করে নেপথ্য ঘটনা জানতে চেষ্টা করেন তদন্তকারী আধিকারিকরা

Must read

প্রতিবেদন : বুধবার শিয়ালদা ট্রেন দুর্ঘটনার মূলে চালকের অতিরিক্ত আত্মবিশ্বাস। বিশেষজ্ঞদের অভিমত সেটাই। প্রাথমিক তদন্ত বলছে, দুটি ট্রেন পাশাপাশি চলে আসার ফলেই এই দুর্ঘটনা। বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলেও চালকের ভুলেই দুর্ঘটনা। চালক পেরিয়ে গিয়েছিলেন ফাউলিং মার্ক। শিয়ালদা স্টেশনের কাছে দুটি ট্রেনের ধাক্কায় ঘটনায় সাসপেন্ডেড চালককে জিজ্ঞাসাবাদের পর এমনই তথ্য মিলেছে।

আরও পড়ুন-নিশীথ-বার্লাকে চাই না, গর্জে উঠল কোচবিহার

খালি ট্রেনের চালকের অতিরিক্ত আত্মবিশ্বাসকেই দায়ী করছেন রেলের চার সদস্যের তদন্ত কমিটি। বুধবার যাত্রী বোঝাই রানাঘাট লোকালের সঙ্গে পাশাপাশি ধাক্কা লাগে কারশেডমুখী খালি ট্রেনের। দুর্ঘটনার পরে বেশ কয়েক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকায়, চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। এর পরেই তদন্তে নামে রেলের বিশেষ কমিটি। প্রাথমিক ভাবে দেখা যায়, কারশেডগামী ট্রেনের চালকের ভুলেই এই দুর্ঘটনা। সঙ্গে সঙ্গে তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরেই তাঁকে জিজ্ঞাসাবাদ করে নেপথ্য ঘটনা জানতে চেষ্টা করেন তদন্তকারী আধিকারিকরা। ঘটনাস্থল খুঁটিয়ে পরীক্ষা করে প্রাথমিক রিপোর্ট পেশ করে কমিটি।

Latest article