বালুরঘাট (Balurghat) থেকে সকাল ১০:৫০ মিনিট নাগাদ মালদহের দিকে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি হেলিপ্যাড গ্রাউন্ডে পৌঁছনো পর্যন্ত তাঁকে দেখার উচ্ছ্বাস ছিল তুঙ্গে। এরপর হেলিকপ্টারে চড়ে শুধু গন্তব্যে পৌঁছনোর অপেক্ষা। সকাল ১১:৩৫ মিনিটে মালদহের পুলিশ লাইন হেলিপ্যাড পৌঁছানো মাত্রই উচ্ছ্বাসে ভাসলেন সাধারণ মানুষ। কপ্টারে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন অরূপ বিশ্বাস (Arup Biswas), আর হেলিপ্যাড গ্রাউন্ডে আগে থেকে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim), বাবুল সুপ্রিয় (Babul Supriyo) ও স্বরাষ্ট্র সচিব। এরপর শুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা। গতিপথ ছিল মাত্র এক কিলোমিটারের, কিন্তু মানুষের ভালোবাসায় বারবার নিজের গতি শ্লথ করলেন মানবিক মুখ্যমন্ত্রী। আর কে মিশন রোডে এক অসুস্থ বৃদ্ধাকে নিজেই হাসপাতালে পৌঁছে দিলেন মমতা।
আরও পড়ুন-মলদ্বীপের প্রসিকিউটার জেনারেলকে ছুরির আঘাত
দুই দিনাজপুরে ঠিক যেভাবে ধরা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মালদাতেও সেই একই ম্যাজিকে মুগ্ধ হলেন সাধারণ মানুষ। বাংলার মুখ্যমন্ত্রী এক কিলোমিটার রাস্তা ধরে পদযাত্রা করছেন আর সেখানে কখনও মহিলাদের সঙ্গে হাত মিলাচ্ছেন কখনও আবার বৃদ্ধার অভিযোগ শুনে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে নির্দেশ দিলেন সমস্যা মেটানোর জন্য। শুভেচ্ছা বিনিময় কখনো কর্মী সমর্থকদের কাছ থেকে ফুল হাতে তুলে নিলেন কখনো আবার শিশুদের আদর করলেন, চকোলেট বিলিয়ে দিলেন। নীল সাদা বেলুন উড়িয়ে চেনা ছন্দে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় মালদহের মানুষের কাছে পৌঁছে গেলেন। ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হল পুলিশকে। চলার পথে অভিরামপুরে কালীমন্দিরে পুজো দিলেন, স্বামী বিবেকানন্দের মূর্তিতে শ্রদ্ধা জানালেন বাংলার ‘দিদি’। মমতা বন্দ্যোপাধ্যায়কে এক ঝলক দেখার জন্য অসুস্থ এক বয়স্ক হুইলচেয়ারে করে এসেছিলেন, সবার আগে তাঁর দিকে এগিয়ে গেলেন মুখ্যমন্ত্রী। অরুপ বিশ্বাস ফিরহাদ হাকিমকে নির্দেশ দিলেন তাঁর দিকে লক্ষ্য রাখার জন্য। ওই বয়স্ক মহিলার চিকিৎসার জন্য কী কী ব্যবস্থা করা হয়েছে তা জানতে বেশ কিছুক্ষণের জন্য নিজের পদযাত্রা থামিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তাঁকে নিয়ে চললেন স্থানীয় হাসপাতালে। দিদির মানবিকতায় কারোর চোখে আবেগের বন্যা, কেউ যেন স্বচক্ষে বিশ্বাস করতে পারছেন না কিছুক্ষণ আগেই শুনে দেখেছেন রাজ্যের প্রশাসনিক প্রধানকে। বেলা ১২:১০ মিনিটে সভাস্থলে পৌঁছলেন তিনি। কিছুক্ষণ এই শুরু হবে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান। জনসংযোগে ঠিক কতটা জনপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এদিন ফের তার প্রমাণ মিলল।