শ্রমজীবী হাসপাতালে অক্সিজেন কনসেন্ট্রেটর

যে প্ল্যান্ট হাওয়া থেকেই অক্সিজেন তৈরিতে সক্ষম। কিন্তু সেক্ষেত্রেও সমস্যা দেখা দেয়। অতিরিক্ত অক্সিজেন সিলিন্ডারে ভরে বাইরে থেকে নিয়ে আসতে হয়।

Must read

সংবাদদাতা, হুগলি : অক্সিজেনের চাহিদা বরাবরই তুঙ্গে। করোনার সময় সেই চাহিদা আরও বৃদ্ধি পেয়েছিল। চারিদিকে যখন অক্সিজেনের হাহাকার ঠিক সেই সময় বিভিন্ন হাসপাতালে তড়িঘড়ি বসানো হয় অক্সিজেন প্ল্যান্ট। যে প্ল্যান্ট হাওয়া থেকেই অক্সিজেন তৈরিতে সক্ষম। কিন্তু সেক্ষেত্রেও সমস্যা দেখা দেয়। অতিরিক্ত অক্সিজেন সিলিন্ডারে ভরে বাইরে থেকে নিয়ে আসতে হয়। করোনার ভয়াবহতা কেটে গেলেও অক্সিজেনের চাহিদা কমেনি। বহু মানুষ এখনও ভুগছেন ফুসফুসের নানা জটিল রোগে।

আরও পড়ুন-নিজের রাজ্যের জন্য মোদির শোক, ক্ষতিপূরণও, বঞ্চিত রাজ্য, ফের প্রমাণিত এই বিজেপি বাংলাবিরোধী

দূষণের জেরে বাড়ছে শ্বাসকষ্টের সমস্যা। এই পরিস্থিতিতে আইএফজিএল রিফ্রেটোরিজ ট্রাস্ট শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতালের হাতে তুলে দিল পাঁচটি আধুনিক অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন। বিদ্যুৎ চালিত ঐ মেশিন নিজেই বায়ু থেকে অক্সিজেন উৎপাদনে সক্ষম। যে সমস্ত রোগীর অল্পমাত্রায় অক্সিজেন প্রয়োজন হয় তাঁদের জন্য যন্ত্রটি বিশেষ ভাবে সহায়ক হবে। শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতাল ওই যন্ত্র পাওয়ায় উপকৃত হবেন সাধারণ শ্রমজীবী মানুষ।

Latest article