প্রতিবেদন : সাধারণতন্ত্র দিবসের আগে ভারত সরকারের পদ্মশ্রী পুরস্কার (Padma Awards 2024) পেলেন বাংলার কয়েকজন কৃতী ব্যক্তি। সামাজিক ক্ষেত্র, কলা, বিজ্ঞান, লোকশিল্প, সঙ্গীত, পরিবেশের উন্নয়ন সহ নানা ক্ষেত্রে অসাধারণ ভূমিকা পালনের স্বীকৃতি হিসাবে পদ্মভূষণ ও পদ্মশ্রী (Padma Awards 2024) সম্মান পাচ্ছেন বাংলার কয়েকজন কৃতী ব্যক্তি। এরমধ্যে পদ্মভূষণ পাচ্ছেন মিঠুন চক্রবর্তী (কলা), সত্যব্রত মুখোপাধ্যায় (মরণোত্তর) (পাবলিক অ্যাফেয়ার্স) এবং উষা উত্থুপ (কলা)। অন্যদিকে পদ্মশ্রী পাচ্ছেন গীতা রায় বর্মন (কলা), তকদিরা বেগম (কলা), নারায়ণ চক্রবর্তী (বিজ্ঞান), শ্রী রতন কাহার (কলা), দুখু মাঝি (সমাজসেবা), সনাতন রুদ্রপাল (কলা), একলব্য শর্মা (বিজ্ঞান ও প্রযুক্তি), নেপালচন্দ্র সূত্রধর (মরণোত্তর) (কলা)। অবশ্য পদ্মবিভূষণ পুরস্কারের তালিকায় নেই বাংলার কেউ।
আরও পড়ুন- নজরে এবার নীতীশ, আপের পর ক্ষুব্ধ এবার জেডিইউ প্রধান