বাংলা সঙ্গীতের প্রবাদপ্রতিম শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukhopadhyay)। তাঁর বয়স ৯০ পেরিয়েছে। কেন্দ্রের ‘পদ্মশ্রী’ প্রত্যাখ্যান করলেন সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। সন্ধ্যা মুখোপাধ্যায় গান গেয়েছেন একাধিক ভাষায়। অথচ এতদিন সর্বোচ্চ নাগরিক সম্মান পাননি তিনি। তাঁর চেয়ে কম বয়সিরাও পেয়ে গিয়েছেন সর্বোচ্চ নাগরিক সম্মান ‘পদ্মশ্রী’। তাই এখন আর সম্মানের প্রয়োজন নেই বলে কেন্দ্রীয় সরকারকে ফোনেই জানিয়ে দিয়েছেন শিল্পী।
তাঁর কথায়, ‘‘এ ভাবে কেউ পদ্মশ্রী দেয় ? এরা জানে না আমি কে ! নব্বই বছরে আমায় শেষে পদ্মশ্রী নিতে হবে ? আর এই ফোন করে বললেই চলে যাব আমি ? শিল্পীদের কোনও সম্মান নেই আর।’’
শিল্পীর এই সিদ্ধান্ত কে কুর্নিশ জানিয়েছেন সঙ্গীত জগতের অনেক শিল্পী। পণ্ডিত অজয় চক্রবর্তী বলেন, লতা মঙ্গেশকর যদি ভারতীয় সংগীতের রানি হন তো বাংলা সংগীত জগতের চিরকালীন মুকুটহীন রানি হলেন সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukhopadhyay)। তাঁকে কী অফার করা হচ্ছে, না হচ্ছে তা নিয়ে একটা চিন্তাভাবনা থাকবে না ? এতদিন কিছু দাওনি। দেবে না, দেবে না । কিন্তু এবার দেবে বলে এতো বড় অসম্মান করবে! এ কেমন কথা ? আমরা একটা গুণী মানুষকে বাড়িতে ডাকলেও তা নিয়ে চিন্তাভাবনা করি, কীভাবে তাঁকে সমাদর করব। আর সন্ধ্যা মুখোপাধ্যায়ের কী পর্যায়ের অবদান। তাঁকে কি ধরনের প্রস্তাব দেওয়া হচ্ছে তা নিয়ে কোনও ধারণা থাকবে না ?
নচিকেতা চক্রবর্তী জানান, সন্ধ্যাদি যে যে জায়গায় অধিষ্ঠান করছেন ওর ব্যবহার করা জিনিসই এখন পুরস্কারের সমান। ওর পড়া শাড়ি, ব্যবহার করা জিনিস, এই গুলোই পুরস্কার হিসেবে মানুষকে দেওয়া উচিত। সন্ধ্যাদি লেজেন্ড, সমস্ত পুরস্কারের উর্দ্ধে তিনি।
কবীর সুমন বলেন, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের ভারতরত্ন পাওয়া উচিৎ। যে ভারত সরকার গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে পদ্মশ্রী দেওয়ার ধৃষ্টতা দেখালো আমি কবীর সুমন, তাদের জুতো পেটা করতে চাই। আমার প্রথম প্রতিক্রিয়া এটাই। আমার এ মন্তব্য শোনার পর কেউ গ্রেপ্তার করতে পারেন। মানহানির মামলা করতে পারেন। তাতে আমি বিন্দুমাত্র ভয় পাচ্ছি না। বাংলার সন্তান আমি। নিজেকে বাঙালি বলতে গর্ব বোধ করি। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় সারা বিশ্বের বাঙালির গর্ব। তাঁকে ছোট করে বাঙালিকে হেয় করলো এই সরকার। রাম শ্যামা যদু মধু পদ্মভূষণ, পদ্মবিভূষণ। আর গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় স্রেফ পদ্মশ্রী!? এই কেন্দ্রীয় সরকার নির্লজ্জ নয় তদুপরি বেহায়া। অন্যদিকে ফেসবুকে সন্ধ্যা মুখোপাধ্যায়কে অভিবাদন জানিয়ে কবীর সুমন লেখেন, ‘ভারতের বিজেপি সরকারের দেওয়া পদ্মশ্রী খেতাব ফিরিয়ে দিলেন শ্রীমতি সন্ধ্যা মুখোপাধ্যায়। আপনাকে অভিবাদন।’
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…