আগেই পদ্মশ্রী দেওয়া উচিত ছিল

Must read

সংবাদদাতা, বক্সিরহাট : তাঁর আরও আগে পদ্মশ্রী পুরস্কার পাওয়া উচিত ছিল। পদ্মশ্রী পুরস্কার প্রাপক ধর্মনারায়ণ বর্মার (Dharma Narayan Barma) বাড়িতে এসে একথা বললেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (MP Abhishek Banerjee)। বুধবার ৩ দিনের কোচবিহার সফরের শেষদিনে তুফানগঞ্জ মহকুমায় অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর নবজোয়ার কর্মসূচি। তুফানগঞ্জ (Tufanganj) মহকুমার বক্সিরহাটে পদ্মশ্রী পুরস্কার প্রাপক ধর্মনারায়ণ বর্মার বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধর্মনারায়ণ বর্মার বয়স ৯০ ছুঁয়েছে। বছরখানেক ধরে শয্যাশায়ী। তিনি কামতাপুরি ভাষার স্বীকৃতির দাবিতে জীবনভর আন্দোলন করেছেন। বিশিষ্ট এই ভাষাবিদের সামনে কামতাপুরি বাংলার উপভাষা নয় বলেও সওয়াল করেছিলেন। তিনি কামতাপুরি ব্যাকরণ রচনা করেছেন। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় ৩০ মিনিট দু’জনের মধ্যে বিভিন্ন বিষয়ে কথা হয়। তৃণমূলের নবজোয়ার কর্মসূচির কথা জানতে পেরে খুশি হন ধর্মনারায়ণ বর্মা। আলোচনা শেষে ধর্মনারায়ণবাবুর পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নেন অভিষেক। তাঁর ছেলে বলেন, বাবার জন্য কলকাতা থেকে চিকিৎসক পাঠাবেন বলে আমাকে জানিয়েছেন। অভিষেক বলেন, ধর্মনারায়ণবাবুর (Dharma Narayan Barma) আশীর্বাদ নিতেই এসেছিলাম। অসুস্থতার কারণে তিনি পদ্মশ্রী নিতে যেতে পারেননি। তাঁর সঙ্গে দেখা করে আমি সমৃদ্ধ হয়েছি। এই মূল্যবান সময়ে তাঁর কাছে থেকে উপহার পেয়ে আমি কৃতজ্ঞ। নবজোয়ার কর্মসূচি সম্বন্ধে ধর্মনারায়ণবাবুকে জানালে শুনে তিনি খুশি হন। এছাড়াও তাঁকে ঠিকমতো খাওয়াদাওয়া করতে বললাম। কলকাতা থেকে চিকিৎসক পাঠিয়ে যাতে তাঁর চিকিৎসা করানো যায় তার চেষ্টা করব।

আরও পড়ুন- অমর্ত্য সেনকে উচ্ছেদের চেষ্টা করলে ধর্না দেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী!

Latest article