‘এক টাকার ডাক্তার’ পদ্মশ্রী সুশোভন প্রয়াত

মা মণিবালা গৃহবধূ। স্ত্রী ছায়াও। মেয়ে-জামাই চিকিৎসক। ১৯৬২ সালে এমবিবিএস। ১৯৬৯-এ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডিএসসি।

Must read

সংবাদদাতা, শান্তিনিকেতন : বোলপুরের ‘এক টাকার ডাক্তার’ পদ্মশ্রী সুশোভন বন্দ্যোপাধ্যায় প্রয়াত। শোকস্তব্ধ বোলপুর-সহ গোটা বীরভূম। কলকাতার এক বেসরকারি হাসপাতালে মঙ্গলবার বেলা ১১.২৫ নাগাদ শেষনিঃশ্বাস ত্যাগ করেন। দিন কুড়ি অসুস্থ ছিলেন। গরিব মানুষের চিকিৎসা করা ছিল তাঁর জীবনের আদর্শ। মাত্র একটাকা ফি নিতেন। তাই ‘এক টাকার ডাক্তার’ হিসাবে পরিচিত হন। বোলপুরে হরগৌরীতলায় ওঁদের তিনপুরুষের বাস। বাবা বিনয়কুমার রাজ্য আইবি দফতরে কর্মরত ছিলেন।

আরও পড়ুন-আসানসোল পুরসভায় দায়িত্বে ৫ মেয়র পারিষদ

মা মণিবালা গৃহবধূ। স্ত্রী ছায়াও। মেয়ে-জামাই চিকিৎসক। ১৯৬২ সালে এমবিবিএস। ১৯৬৯-এ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডিএসসি। পান স্বর্ণপদক। বিষয় ছিল হেমাটোলজি। ছিলেন শেফিল্ডের সিনিয়র রেজিস্ট্রার এবং সিনিয়র ইনচার্জ। বছরে ১৬ হাজার পাউন্ড বেতন ছেড়ে ’৭৮ সালে বিশ্বভারতীতে যোগ দেন ডেপুটি চিফ মেডিক্যাল অফিসার হিসেবে। সেটাও ছেড়ে দিয়ে গ্রামের অসহায় মানুষের জন্য চেম্বার খুলে বসেন। রাজনীতিতে আসেন প্রণব মুখোপাধ্যায়ের অনুরোধে। এআইসিসির সদস্যও হন। তিন-চারবার লড়েন। ’৮৩ সালে জয়ী হন। একসময়ে জাতীয় কংগ্রেসের জেলা সম্পাদক ও সভাপতিও হন। মঙ্গলবার তাঁর মরদেহ কলকাতা থেকে বোলপুরে নিয়ে যাওয়া হয়েছে। কঙ্কালীতলায় তাঁর শেষকৃত্য হওয়ার কথা। প্রয়াত ডাক্তারবাবুকে প্রশাসনের তরফ থেকে গান স্যালুট দেওয়া হতে পারে।

Latest article