প্রতিবেদন: পহেলগাঁও হামলার জঙ্গিদের এখনও নাগাল পায়নি কেন্দ্র। অথচ নিরাপত্তার ঘেরাটোপের মাঝেই নাকের ওপর দিয়ে ফের জঙ্গি অনুপ্রবেশ কাশ্মীরে। গোয়েন্দাসূত্রে খবর, সেনার পোশাকে দু’জন জঙ্গি ঢুকেছে কাশ্মীরে। সন্দেহভাজন দুই জঙ্গিকে পাকড়াও করতে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। এই ঘটনায় উপত্যকায় নতুন করে উদ্বেগ বেড়েছে। সর্বত্র জারি করা হয়েছে লাল সতর্কতা। বাসিন্দাদের সাবধানে চলাফেরা করার পরামর্শ দেওয়া হয়েছে। রাস্তার মোড়ে মোড়ে গাড়ি থামিয়ে চলছে নাকাতল্লাশি।
সেনার তরফে জানানো হয়েছে, মঙ্গলবার রাতে সাম্বা জেলার নুদ গ্রামে সন্দেহজনক দু’জনকে ঘোরাফেরা করতে দেখেন এলাকার বাসিন্দারা। তাদের হাতে সেনার মতো অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ছিল। এলাকাবাসীদের সন্দেহ হওয়ায় এই ঘটনা পুলিশের কাছে জানানো হয়। দ্রুত এলাকা ঘিরে ফেলে ফেলে নিরাপত্তাবাহিনী। চিরুনি তল্লাশি শুরু করে আধাসেনা। গোটা এলাকা ঘিরে ফেলে অভিযান শুরু করেছে সেনা ও পুলিশের যৌথবাহিনী। আশপাশের এলাকাগুলিতে জারি করা হয়েছে সতর্কবার্তা। সন্দেহভাজনদের দু’জনকে শীঘ্রই গ্রেফতার করা হবে, আশ্বস্ত করা হয়েছে সেনার তরফে।
আরও পড়ুন-নির্বিঘ্নেই ভর্তি, আশঙ্কা উড়ালেন ব্রাত্য
উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে হামলা চালিয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা। নৃশংস এই জঙ্গি হামলায় মৃত্যু হয় ২৫ জন পর্যটকের। মৃত্যু হয় এক স্থানীয়র। পহেলগাঁও হামলায় সেনার চোখে ফাঁকি দিয়ে সেনার পোশাকে হামলা চালায় জঙ্গিরা। এর পাল্টা জবাব দিতে ভারত অপারেশন সিঁদুর শুরু করে। ৭ মে ভারত অপারেশন সিঁদুরে পাকিস্তানের ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয়। পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি আঁতুড়ঘর তছনছ করে দেয়। পহেলগাঁও ঘটনার পর সেনার পোশাকে জঙ্গিদের আনাগোনা উসকে দিচ্ছে ২২ এপ্রিল বৈসারন ভ্যালির সন্ত্রাস হামলার স্মৃতি।
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…