রঙ, তুলি, ক্যানভাস ফেলে চলে গেলেন চিত্রশিল্পী ওয়াসিম কাপুর

Must read

প্রয়াত চিত্রশিল্পী ওয়াসিম কাপুর‌ (Wasim Kapoor)। সোমবার সকালে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ৭১ বছরের শিল্পী। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। তেমন কোনও অসুস্থতা ছিল না শিল্পীর। তার এভাবে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না চিত্রশিল্পীর অনুরাগীরা। শিল্পীর আত্মার শান্তি কামনা করে অনেকেই সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে লিখেছেন, “অত্যন্ত ভাল মানুষ ছিলেন ওয়াসিম কাপুর, তার এভাবে চলে যাওয়া দুঃখজনক”।

আরও পড়ুন – কুকুরকে খাওয়ানো ঘিরে বচসা, অধ্যাপিকাকে শ্লীলতাহানি, ধৃত ব্যক্তি

১৯৫১ সালে লখনউতে জন্ম হয় ওয়াসিম কাপুরের (Wasim Kapoor)। পড়াশোনা সারেন কলকাতায়। ইন্ডিয়ান কলে অফ আর্টস অ্যান্ড ড্রাফ্টসম্যানশিপ থেকে ফাইন আর্টসে ফার্স্ট ক্লাস ডিগ্রি নিয়ে পাশ করেন তিনি। পরে কলকাতাই হয়ে ওঠে তাঁর কর্মভূমি। অবসাদ, যন্ত্রণা, একাকীত্বের মতো গভীর আবেগকে রং তুলির মাধ্যমে ক্যানভাসে একাধিকবার ফুটিয়ে তুলেছেন ওয়াসিম কাপুর। তাঁর আঁকা চিত্র সারা ভারতের শিল্পীদের প্রশংসা আদায় করে নেয়।

কোথাও অন্যায় দেখলেই প্রতিবাদে সোচ্চার হতেন ওয়াসিম কাপুর। বিভিন্ন সময়ে নাগরিক জীবনের নানান সমস্যা নিয়ে মুখর হয়েছেন এবং গোড়ামির বিরুদ্ধেও একাধিকবার রুখে দাঁড়িয়েছেন তিনি। কখনও নিজের বক্তব্য, আবার কখনও রং, তুলি ছিল তাঁর প্রতিবাদ মাধ্যমে।

Latest article