প্রতিভার অভাবে ভুগছে পাক ক্রিকেট : সৌরভ

বাবর আজমদের সাম্প্রতিক পারফরম্যান্সে বিস্মিত সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন ভারত অধিনায়ক মনে করেন, প্রতিভার অভাবেই পাক ক্রিকেটের এই হাল।

Must read

প্রতিবেদন : বাবর আজমদের সাম্প্রতিক পারফরম্যান্সে বিস্মিত সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন ভারত অধিনায়ক মনে করেন, প্রতিভার অভাবেই পাক ক্রিকেটের এই হাল।
এক অনুষ্ঠানে এই প্রসঙ্গে সৌরভ বলেছেন, ‘‘পাকিস্তান ক্রিকেটে এই মুহূর্তে সত্যিকারের প্রতিভার অভাব চোখে পড়ছে। পাক ক্রিকেটের কথা ভাবলেই আমাদের জাভেদ মিয়াদাঁদ, ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস, সৈয়দ আনোয়ার, মহম্মদ ইউসুফ, ইউনিস খানদের কথা মনে পড়ে। এঁরা প্রত্যেকেই গ্রেট ক্রিকেটার।’’ তিনি আরও যোগ করেছেন, ‘‘কিন্তু এগুলো শুধুই স্মৃতি। যা দিয়ে আধুনিক ক্রিকেটে ম্যাচ জেতা যায় না। যে কোনও দেশের ক্রিকেটে সাফল্যের ধারা বজায় রাখার জন্য প্রত্যেক প্রজন্মে নতুন নতুন প্রতিভা উঠে আসা খুব জরুরি। যারা হবে ম্যাচ উইনার। বর্তমান পাকিস্তান দলে তেমন প্রতিভার অভাব রয়েছে বলেই আমি মনে করি।’’

আরও পড়ুন-আবারও বিনা চিকিৎসায় মৃত্যু

সৌরভের বক্তব্য, ‘‘আমি পাকিস্তানকে ওয়েস্ট ইন্ডিজে টি-২০ বিশ্বকাপে ব্যর্থ হতে দেখেছি। তার আগে ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপেও দেখেছি। এখন বাংলাদেশের বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট সিরিজ হারতে দেখলাম। আমি সত্যিই অবাক।’’ তাঁর সংযোজন, ‘‘আমি কাউকে অসম্মান করছি না। অতীতে পাকিস্তান দলে অসাধারণ সব ক্রিকেটাররা খেলে গিয়েছেন। বর্তমান দলে যেটা একেবারেই চোখে পড়ে না। এই সমস্যার দ্রুত সমাধান করতে হবে। যাঁরা পাক ক্রিকেটের সঙ্গে যুক্ত, তাঁদেরকেই দায়িত্ব নিতে হবে।’’

Latest article