বানচাল হল নাশকতার ছক।দিল্লীতে গ্রেফতার পাক জঙ্গি । উৎসবের মরসুম চারদিকে। জঙ্গি হামলা হতে পারে সংক্রান্ত তথ্য গোয়েন্দা সূত্রে খবর ছিল দিল্লি পুলিশের কাছে। সেইমতো তল্লাশি চালিয়েছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। সন্দেহভাজন পাক জঙ্গি এই সূত্রেই ধরা পড়ে। ধৃতের কাছ থেকে একটি একে-৪৭-সহ ৬০ রাউন্ড গুলি, একটি হ্যান্ড গ্রেনেড, দুটি পিস্তল ও ৫০ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। জেরার ফলে জানা গিয়েছে দিল্লি-সহ দেশে অন্যান্য শহরে হামলার ছক ছষেই তাকে ভারতে পাঠানো হয়। ধৃতের থেকে ভারতীয় নাগরিকত্বের জাল পরিচয়পত্রও মিলেছে বলে পুলিশ সূত্রে খবর।
দিল্লির লক্ষ্মীনগরের রমেশ পার্ক থেকে মহম্মদ আশরফ নামে ওই জঙ্গিকে গ্রেফতার করা হয়। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা ওই জঙ্গির বিরুদ্ধে বিস্ফোরক আইন, নাশকতা আইন-সহ একাধিক অভিযোগে মামলা রুজু করা হয়েছে। সে রমেশ পার্ক এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকত।
উৎসবের মরসুমে দিল্লিতে জঙ্গি হামলা হতে পারে বলে আগেই খবর ছিল পুলিশের কাছে। সেই মতো কড়া নজরদারি চালানো হয়। বিশেষ করে বাইরে থেকে আসা ভাড়াটেদের উপর স্থানীয় সূত্র মারফত খবরাখবর নেওয়া শুরু করে পুলিশের বিশেষ দল। তার ফলেই এই সাফল্য বলে মনে করা হচ্ছে।