প্রতিবেদন : মাস তিনেকের মধ্যেই পাকিস্তানে ব্যাপক খাদ্যসংকট (Food Shortage) দেখা দেবে। শুধু পাকিস্তান নয়, খাদ্যসংকট দেখা দেবে আফগানিস্তানেও। রাষ্ট্রসংঘের এক রিপোর্টে এই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। রাজনৈতিক অস্থিরতার কারণেই দুই দেশ এই সমস্যায় পড়তে চলেছে। অবিলম্বে তারা যদি এ বিষয়ে সতর্কতা অবলম্বন না করে তবে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ না খেয়ে দিন কাটাতে বাধ্য হবে। রাষ্ট্রসংঘের এই সতর্কবার্তা যে অমূলক নয়, ইতিমধ্যেই তার প্রমাণ মিলেছে। পাকিস্তানে বেশ কিছুদিন ধরেই ভয়াবহ খাদ্যসংকট চলছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম এতটাই বেড়েছে যে, সামান্য জিনিসও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে। রেশনে দেওয়া গম সংগ্রহ করতে গিয়ে বেশ কয়েকজন মানুষের মৃত্যুও হয়েছে। যদিও কার্যত দুর্ভিক্ষের মতো পরিস্থিতিতে দাঁড়িয়েও পাক অর্থমন্ত্রী ইশাক দারের দাবি, দেশের আর্থিক সংকট প্রায় মিটে গিয়েছে। রাষ্ট্রসংঘের অধীনস্থ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম রিপোর্টে বলা হয়েছে, আগামী তিনমাসের মধ্যেই ব্যাপক খাদ্যসংকটে (Food Shortage) পড়তে চলেছে বেশ কয়েকটি দেশের মানুষ। আফ্রিকার বেশ কয়েকটি দেশের পাশাপাশি ওই তালিকায় রয়েছে পাকিস্তান ও আফগানিস্তানও।
আরও পড়ুন: পরিবেশ পরিকল্পনায়