প্রতিবেদন: বঙ্গবন্ধু মুজিবুর রহমানের (Mujibur Rahman) ধানমন্ডির বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ছবি দেখে উল্লসিত পাকিস্তান (Pakistan)। ট্যুইটারে প্রতিক্রিয়া জানিয়ে পাকিস্তানি প্রশাসনের নির্লজ্জ প্রতিক্রিয়া: বিশ্বাসঘাতকের যুগের অবসান হল। বাংলাদেশের (Bangladesh) বিপ্লবীরা গুঁড়িয়ে দিল মুজিবুর রহমানের বাড়ি।
আরও পড়ুন-এত অপমান কেন? প্রশ্ন আবেগতাড়িত হাসিনার
যে বঙ্গবন্ধুর অনমনীয় নেতৃত্বে এবং লক্ষ লক্ষ বাঙালির আত্মবলিদানের বিনিময়ে পাক সেনারা পরাস্ত হয়েছিল এবং জন্ম নিয়েছিল স্বাধীন বাংলাদেশ, সেদেশের স্থপতির স্মৃতিকে মুছে ফেলার ধ্বংসলীলা দেখে পাকিস্তানিরা যে উল্লাস প্রকাশ করবে, তা একরকম প্রত্যাশিতই ছিল। পাক সেনার বার্তাটিকে রি-ট্যুইট করেছেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। ধিক্কার জানিয়েছেন আত্মঘাতী বাঙালির ইতিহাস মুছে ফেলার চেষ্টাকে।