পারথ: টি-২০ বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেল পাকিস্তান। রবিবার বাবর আজমরা ৬ উইকেটে হারিয়েছেন নেদারল্যান্ডসকে (Pakistan vs Netherlands)। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে মাত্র ৯১ রান তুলেছিল ডাচরা। পাল্টা ব্যাট করতে নেমে ১৩.৫ ওভারে ৪ উইকেটে ৯৫ রান তুলে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। তবে এই ম্যাচেও রান পেলেন না বাবর। বিশ্বকাপের তিন ইনিংসে তাঁর রান যথাক্রমে ০, ৪, ৪!
আরও পড়ুন-অসাধারণ অভিজ্ঞতা,বলছেন নায়ক বুমোস
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নেদারল্যান্ডসের (Pakistan vs Netherlands) অধিনায়ক স্কট এডোয়ার্ডস। কিন্তু পাক বোলারদের দাপটে তাঁর এই সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে ফিরে আসে। মাত্র দু’জন ব্যাটার দু’অঙ্কের রান করতে পেরেছেন। কলিন অ্যাকারম্যান (২৭ বলে ২৭) ও এডোয়ার্ডস (২০ বলে ১৫)। হ্যারিস রউফের বাউন্সারে মুখে চোট পেয়ে মাঠ ছাড়েন ডাচ ব্যাটার বাস ডি’লিড। পাক স্পিনার শাদাব খান ২২ রানে ৩ উইকেট দখল করেন। পেসার মহম্মদ ওয়াসিমের শিকার ১৫ রানে ২ উইকেট। রান তাড়া করতে নেমে শুরুতেই রানআউটের শিকার হন বাবর (৪)। ফকর জামান (১৬ বলে ২০) ও শান মাসুদও (১২) রান পাননি। তবে ৩৯ বলে ৪৯ রান করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন মহম্মদ রিজওয়ান। এই জয়ের সুবাদে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার স্বপ্ন বেঁচে রইল পাকিস্তানের। তবে তারজন্য শেষ দুটো ম্যাচ (দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে) বড় ব্যবধানে জিততে হবে বাবরদের। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের ফলের দিকে।