আন্তর্জাতিক

দেউলিয়া-জঙ্গি রাষ্ট্র, তবু বড় বড় হুমকি দিচ্ছে নির্লজ্জ পাকিস্তান

প্রতিবেদন: সন্ত্রাসের মদতদাতা। অর্থনৈতিকভাবে দেউলিয়া। তারপরেও লম্বা-চওড়া কথার বিরাম নেই পাকিস্তানের। পাকিস্তান (Pakistan) ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিরা ঢুকে পহেলগাঁওতে নিরীহ পর্যটকদের মেরে হত্যালীলা চালিয়েছে, তারপরেও দায় অস্বীকারের চেষ্টায় চোরের মায়ের বড় গলা!
বৃহস্পতিবার সিন্ধু জলচুক্তি স্থগিত হওয়া নিয়ে ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ করল ইসলামাবাদ। তাদের ঘোষণা, এই জলচুক্তি স্থগিত হওয়া যুদ্ধ ঘোষণার সমতুল্য। এই কারণে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ রাখা হবে। সেইসঙ্গে সিমলা চুক্তি-সহ ভারতের সঙ্গে হওয়া সব দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত রাখা হতে পারে বলে জানিয়েছে পাকিস্তান।
১৯৭২ সালে ভারত এবং পাকিস্তানের (Pakistan) মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে এটি ছিল অন্যতম শান্তিচুক্তি। এই চুক্তির মাধ্যমেই জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা নির্ধারণ হয়েছিল। চুক্তির অন্যতম শর্ত ছিল, জম্মু ও কাশ্মীরে যুদ্ধবিরতির সময়ে যে দেশের বাহিনী যেখানে অবস্থান করছে, সেখানেই অবস্থান করবে। কোনও দেশই একতরফাভাবে নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করবে না। এবার সেই চুক্তি স্থগিত করার পথে হাঁটতে চলেছে শাহবাজ শরিফ সরকার।
পাকিস্তান আরও জানিয়েছে, এখন থেকে তারাও ওয়াঘা সীমান্ত বন্ধ করে দিচ্ছে। যেসব ভারতীয় ওয়াঘা সীমান্ত হয়ে পাকিস্তানে প্রবেশ করেছেন, তাঁদের ৩০ এপ্রিলের মধ্যে পাকিস্তান থেকে ফিরে যেতে হবে। ভারতীয়দের জন্য ‘সার্ক’ ভিসা বাতিল করার ঘোষণাও করেছে পাকিস্তান। ‘সার্ক’ ভিসায় যে ভারতীয়েরা পাকিস্তানে রয়েছেন, তাঁদের ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তান ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে বুধবার রাতে সীমান্ত বন্ধ এবং ভিসা বাতিল সংক্রান্ত যেসব নির্দেশ দিয়েছিল ভারত, বৃহস্পতিবার তাদের তরফেও সেই ঘোষণা করা হয়েছে।
এদিন টানা দু-ঘণ্টার বৈঠকের পর পাকিস্তান জানিয়েছে, তারা ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে দিচ্ছে। ভারতকে তৃতীয় কোনও দেশে বাণিজ্যের জন্য তারা নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। পাশাপাশি সিন্ধু জলচুক্তি নিয়ে নয়াদিল্লির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে ইসলামাবাদ। নিজেদের আকাশসীমাও ভারতকে আর ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাক সরকার। সমস্ত ভারতীয় উড়ান সংস্থার জন্য সেই নিয়ম কার্যকর হবে বলে জানানো হয়েছে। ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষ হওয়ায় পর আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে শাহবাজ শরিফ সরকার। ভারতের পাল্টা ঘোষণায় ৩০ এপ্রিলের মধ্যে ইসলামাবাদের ভারতীয় দূতাবাসে থাকা প্রতিরক্ষা আধিকারিকদের পাকিস্তান ছাড়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন-ডায়মন্ড হারবারকে দেখুন, ইস্টবেঙ্গলকে মুখ্যমন্ত্রী

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

22 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

30 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

55 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

11 hours ago