বিশ্বকাপ বয়কট করছে না পাকিস্তান

Must read

নয়াদিল্লি, ২০ মে : নিজেদের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গেল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। পাক মিডিয়ার দাবি, পিসিবির (PCB) তরফ থেকে আইসিসিকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, বাবর আজমরা একদিনের বিশ্বকাপ খেলতে ভারত যাবেন। প্রসঙ্গত, এশিয়া কাপের আয়োজন নিয়ে ডামাডোল শুরু হওয়ার পর, পাক বোর্ড ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ (World Cup) বয়কটের হুমকি দিয়েছিল। কিন্তু নিজেদের এই অবস্থান থেকে পিসিবি সরে দাঁড়িয়েছে বলে শনিবার দাবি করেছে পাক সংবাদমাধ্যম। এদিকে, বারবার নিজের অবস্থান বদলের জন্য পিসিবি চেয়ারম্যান নাজম শেঠিকে একহাত নিয়েছেন শাহিদ আফ্রিদি। তিনি বলেন, ‘‘আমি বিশ্বাস করি, পিসিবি চেয়ারম্যানের চেয়ারটা সাহসী মনোবলের কোনও ব্যক্তির প্রাপ্য। যিনি কেউ চ্যালেঞ্জ করলে পাল্টা যুক্তি দিয়ে তা খণ্ডন করবেন। কিন্তু বর্তমান চেয়ারম্যান বারবার নিজের অবস্থান বদল করছেন। দয়া করে এই চেয়ারের মর্যাদা ক্ষুণ্ণ করবেন না।’’

আরও পড়ুন- অনায়াসে প্লে-অফে ধোনিরা

Latest article