পাকিস্তানের ভয় রাহুলকে: হেডেন

Must read

দুবাই, ২১ অক্টোবর : বিরাট কোহলি বা রোহিত শর্মা নয়, পাকিস্তানের সবচেয়ে বড় হুমকি হিসাবে কে এল রাহুলকে চিহ্নিত করছেন ম্যাথু হেডেন। প্রাক্তন অস্ট্রেলীয় ওপেনার টি-২০ বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে যুক্ত হয়েছেন। এদিকে, রবিবার বিশ্বকাপের প্রথম ম্যাচেই বাবর আজমদের প্রতিপক্ষ ভারত।

আরও পড়ুন-বিশ্বকাপের আগে তোপ জেসন রয়ের

তার আগে এক সাক্ষাৎকারে হেডেনের মন্তব্য, ‘‘আমি কে এল রাহুলের উত্থান খুব কাছ থেকে দেখেছি। রবিবারের ম্যাচে পাকিস্তানের জন্য রাহুলই বড় হুমকি। কারণ ও সত্যিই স্বপ্নের ফর্মে রয়েছে।’’ হেডেন খুব একটা ভুল কিছু বলেননি। সদ্যসমাপ্ত আইপিএলে ছ’শোরও বেশি রান করেছেন রাহুল। বিশ্বকাপের আগে দুটো প্রস্তুতি ম্যাচেও রান পেয়েছেন ডানহাতি ভারতীয় ওপেনার। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫১ রানের ঝোড়ো ইনিংসের পর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৯ রান এসেছে রাহুলের ব্যাট থেকে।
হেডেন তাই বলছেন, ‘‘রাহুলকে যেমন স্ট্রাগল করতে দেখেছি, তেমনই এখন টি-২০ ফরম্যাটে ওকে দুর্দান্ত ফর্মে দেখছি। এছাড়া ঋষভ পন্থও দারুণ ব্যাট করছে। ওর আগ্রাসী ব্যাটিং চোখের আরাম। যেভাবে পন্থ বিপক্ষের বোলিং আক্রমণকে পাল্টা দেয়, তাতে ওকে নিয়েও ভাবতে হচ্ছে।’’

Latest article