রাওয়ালপিন্ডি, ১৭ সেপ্টেম্বর : পাকিস্তান ক্রিকেটের দুঃসময় যেন কিছুতেই কাটছে না। ১২ বছর আগে সফররত শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর উগ্রপন্থী হানার অভিশাপ সেই ঘুরেফিরে আসছে! শুক্রবার রাওয়ালপিন্ডিতে প্রথম একদিনের ম্যাচ হওয়ার কথা ছিল নিউজিল্যান্ডের সঙ্গে। কিন্তু খেলা শুরু হওয়ার কিছু আগে সেই ম্যাচ বাতিল হয়ে যায় নিরাপত্তাজনিত কারণে। নিউজিল্যান্ড সরকারের পক্ষ থেকে নিরাপত্তা নিয়ে সতর্কীকরণ জারি করা হয়েছিল, আর তার জেরে কিউই ক্রিকেটাররা শুধু ম্যাচ থেকে সরে দাঁড়ালেন তাই নয়, তাঁদের দ্রুত দেশে ফেরানোর ব্যাবস্থাও করে ফেলা হল।
আরও পড়ুন : প্রধানমন্ত্রীর জন্মদিনকে “ন্যাশনাল জুমলা ডে” বলে কটাক্ষ করলেন মুকুল রায়
নিউজিল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে এক বার্তায় বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে সিকিউরিটি অ্যালার্ট জারি করার জন্য ম্যাচ না খেলে ক্রিকেটারদের দেশে ফিরতে হচ্ছে। নিউজিল্যান্ড এই সফরে তিনটি একদিনের ম্যাচ ও পাঁচটি টি-২০ ম্যাচ খেলবে বলে ঠিক ছিল। নিউজিল্যান্ড ক্রিকেটের এই ঘোষিত বার্তায় বলা হয়েছে, “ সরকারের পক্ষ থেকে সতর্কীকরণ জারি হওয়ায় ব্লাকক্যাপসরা ফিরে যাচ্ছেন।” এদিনই সন্ধ্যায় রাওয়ালপিন্ডিতে প্রথম ম্যাচটি হওয়ার কথা ছিল। নিউজিল্যান্ড সরকারের এই সতর্কীকরণ বার্তা সফররত কিউই দলের কাছে পৌছনোর পর তা দ্রুত জানানো হয় নিউজিল্যান্ড ক্রিকেটের নিরাপত্তা অধিকর্তাকে, যিনি মাঠে ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি দেখছিলেন। এরপরই ঠিক হয়ে যায় যে ম্যাচ না খেলেই ফিরে যাবে নিউজিল্যান্ড ক্রিকেট দল।
নিউজিল্যান্ড ক্রিকেটের চিফ এক্সিকিউটিভ ডেভিড ওয়াইট বলেছেন, একেবারে শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তাঁরা জানেন এই ঘটনা পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপর এক বড় ধাক্কা। কিন্তু ক্রিকেটারদের নিরাপত্তা সবার আগে। খেলা থেকে সরে না আসা ছাড়া আর কোনও রাস্তা সামনে ছিল না। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে দাবি করা হয়েছে যে, দুপক্ষের সম্মতিতে সিরিজ আপাতত স্থগিত রাখা হল।
আরও পড়ুন: করোনা মোকাবিলায় হাসপাতালগুলিকে বেড বাড়ানোর নির্দেশ স্বাস্থ্য দফতরের
পিসিবি বলেছেন, নিজিল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে তাদের জানানো হয়েছিল যে নিরাপত্তা নিয়ে সরকারি সতর্কীকরণ রয়েছে। তখনই ঠিক হয় খেলা আপাতত স্থগিত থাকছে। পিসিবির আরও দাবি, পাকিস্তান সরকারের সঙ্গে মিলিতভাবে তারা এই সফরের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যাবস্থা করেছিল। যেকোনও সফরকারী দলের জন্যই এই ব্যাবস্থা থাকে। তারা ক্রিকেট নিউজিল্যান্ডকে এই সম্পর্কে সম্পূর্ণ আশ্বস্ত করেছিলেন। এমন কি পাকিস্তানের প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে সেরা নিরাপত্তা ব্যাবস্থার আশ্বাস দিয়েছিলেন। এরপরই পিসিবির পক্ষ থেকে সফর সূচি তৈরি হয়েছিল। পিসিবির আরও দাবি, নিউজিল্যান্ড দলের সঙ্গে এই সফরে আসা নিরাপত্তা অফিসাররা মাঠ ও পরিবেশ দেখে আশ্বস্ত ছিলেন। কিন্তু তারপরও সিরিজ ভেস্তে যাওয়ায় হতাশা বাড়ল পাক ক্রিকেটপ্রেমীদের। তবে পিসিবি অসবশ্য এরপরও আশাবাদী যে এই স্থগিত সিরিজ পরে কখনও হবে।