পাক প্রশাসনের রোষে দেশের প্রধান বিচারপতি

৮ জুন পর্যন্ত জামিন ইমরানের

Must read

প্রতিবেদন : শাহবাজ শরিফ সরকারের রোষানলে পড়লেন দেশের প্রধান বিচারপতি উমর আটা বান্দিয়াল (Umar ata bandial)। দেশের প্রধান বিচারপতির বিরুদ্ধে সে দেশের ন্যাশনাল অ্যাসেম্বলিতে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাশ হয়েছে। ওই প্রস্তাবে বলা হয়েছে, প্রধান বিচারপতি পক্ষপাতিত্বমূলক আচরণ করছেন। তাই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য একটি বিশেষ কমিটি গঠন করতে হবে। উল্লেখ্য, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করা নিয়ে গত কয়েকদিন ধরে উত্তাল হয়েছে পাকিস্তানের রাজনীতি। ইমরানের এই গ্রেফতারিকে অবৈধ বলে মন্তব্য করেছিলেন প্রধান বিচারপতি বান্দিয়াল (Umar ata bandial)। তারপরই তিনি সরকারের রোষে পড়েন। যদিও গোটা বিশ্বেই পাক সুপ্রিম কোর্টের ভূমিকার প্রশংসিত হয়েছে। সেনাবাহিনী ও সরকার আদালতের উপর প্রবল চাপ সৃষ্টি করলেও সেই চাপ এড়িয়ে বিচারবিভাগ যেভাবে তার নিরপেক্ষ ও স্বচ্ছ ভাবমূর্তি বজায় রেখেছিল আন্তর্জাতিক মহল তার প্রশংসা করেছে। ন্যাশনাল অ্যাসেম্বলিতে এই প্রস্তাবটি আনেন পাকিস্তান পিপলস পার্টির সাংসদ শাজিয়া সোবিয়া। ওই প্রস্তাবে বলা হয়, প্রধান বিচারপতি আচরণবিধি ভঙ্গ করে পক্ষপাতিত্ব করছেন। সেজন্যই প্রধান বিচারপতির বিরুদ্ধে সংসদীয় কমিটি গঠন করা দরকার। প্রাক্তন প্রধানমন্ত্রীকে অন্যায্যভাবে সমর্থন করছেন তিনি। এদিকে মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টে আরও বেশ কয়েকটি মামলায় জামিন পেয়েছেন ইমরান। আদালত জানিয়েছে, ৮ জুন পর্যন্ত ইমরানকে জামিন দেওয়া হল। অর্থাৎ কোনও মামলাতেই তাঁকে ওই দিন পর্যন্ত আটক করা যাবে না। সন্ত্রাসবিরোধী আদালতেও এদিন স্বস্তি পেয়েছেন ইমরান। জামান পার্কে হিংসা ছড়ানোর ঘটনায় ইমরানকে ১৯ মে পর্যন্ত জামিন দিয়েছে আদালত।

আরও পড়ুন- সিবিআই ফাঁসাচ্ছে, জামিন পেয়ে অভিযোগ বিকাশের

Latest article