বদলার হামলা, ১৮ পাকসেনাকে গুলি করে মারল বালুচ-আর্মি

Must read

প্রতিবেদন: বদলার হামলা। বালুচ বিদ্রোহীদের উপরে সুপরিকল্পিত আক্রমণ চালিয়েছিল পাক সেনা (Pakistan Army)। খতম করে ২৩ বিদ্রোহীকে। বদলা নিতে পাকসেনাদের উপরে পালটা হামলা চালাল বিদ্রোহীরা। গুলি করে মারল ১৮ জন পাক জওয়ানকে। শুক্রবার রাত থেকেই অগ্নিগর্ভ পরিস্থিতি পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমের বালোচিস্তান। ঘটনার সূত্রপাত, বালোচিস্তানের কালাট জেলার মাঙ্গোচার শহরে। সেনার বাসে হামলা চালানোর জন্য রাস্তা অবরোধ করে বিদ্রোহীরা। কিন্তু সেনাবাহিনী গোপনসূত্রে খবর পেয়ে আগাম অভিযান শুরু করে বিদ্রোহীদের বিরুদ্ধে। নিকেশ করে ২৩ জনকে। এরপরেই পাল্টা হামলার পালা। পাক সেনাবাহিনীকে আর প্রতিরোধের সুযোগ বা সময় কোনওটাই দেয়নি বালোচ লিবারেশন আর্মি। প্রায় একতরফা আক্রমণের মুখে পড়ে প্রাণ যায় ১৮ পাক-জওয়ানের (Pakistan Army)। এই ঘটনার দায়িত্ব স্বীকার করে নিয়ে বালোচ লিবারেশন আর্মির মুখপাত্র আজাদ বালোচ জানিয়েছেন, অন্তত ১০০ জন বিদ্রোহী অপারেশন চালিয়েছেন পাকসেনার বিভিন্ন পোস্টে। লক্ষ্যপূরণের দিকে অনেকটাই এগিয়ে যেতে পেরেছে বালুচ লিবারেশন আর্মি।

আরও পড়ুন- কেন্দ্রের বাজেটে বাংলাদেশের জন্য অর্থবরাদ্দ কেন?

Latest article