প্রতিবেদন: পহেলগাঁও হত্যাকাণ্ডের জেরে ভারত ও পাকিস্তানের (Pakistan) মধ্যে যেভাবে কূটনৈতিক উত্তেজনা বাড়ছে, তাতে উদ্বেগ প্রকাশ করেছে একাধিক দেশ। পাকিস্তানের ‘বন্ধু’ বলে পরিচিত চিন জানিয়েছে, তারা উদ্ভূত পরিস্থিতির উপরে সতর্ক নজর রাখছে। চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই রবিবার কথা বলেন পাক বিদেশমন্ত্রী ইশহাক দারের সঙ্গে। পাক সংবাদমাধ্যমের দাবি, পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ জন পর্যটক খুনের নিরপেক্ষ তদন্তের দাবিকে চিন সমর্থন করে। চিনের সরকারি মুখপত্র ‘গ্লোবাল টাইমস’ এই খবর দিয়ে জানিয়েছে, আলোচনার সময় ওয়াং জানান, চিন দু’দেশের কাছেই সংযত থেকে উত্তেজনা প্রশমনের আর্জি জানাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করা বিশেষভাবে জরুরি। এদিকে ভারত-পাক দ্বিপাক্ষিক উত্তেজনার মধ্যেই ব্রিটিশ বিদেশমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ল্যামি পরে ফোন করে কথা বলেন পাক বিদেশমন্ত্রীর সঙ্গেও। ভারত যে পহেলগাঁওয়ের ঘটনা মেনে নেবে না এবং পাকিস্তানের সঙ্গে হেস্তনেস্ত চায় তা বুঝতে পারছে পাকিস্তান সরকারও। এই পরিস্থিতিতে ভারতের দিক থেকে আসা চাপ কমাতে ইরানের প্রস্তাব লুফে নিয়েছে ইসলামাবাদ। শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি ভারত-পাক (Pakistan) দ্বন্দ্বে ইরানের মধ্যস্থতার প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন।
আরও পড়ুন-আস্থা নেই বিএসএফে, পূর্ণমকে ফেরাতে পাঠানকোটের পথে স্ত্রী