প্রতিবেদন: ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের জেরে প্রবল ধাক্কা পাকিস্তানের শেয়ার বাজারে। সূচকের বড় পতন লক্ষ্য করা যায়। বৃহস্পতিবার বেলা গড়াতেই রক্তক্ষরণ আরও বাড়তে থাকে পাকিস্তানের শেয়ার বাজারে। করাচি স্টক এক্সচেঞ্জ সূচক রেড জোনেই শেয়ার বাজার বন্ধ হয়।
আরও পড়ুন-জঙ্গিদের শেষকৃত্যের ছবি দেখিয়ে পাক মদতের প্রমাণ দিলেন মিশ্রি
বাজার খোলার পর এদিন করাচি স্টক এক্সচেঞ্জ সূচক পড়ে ৭ হাজার ৩৩৪ পয়েন্ট অর্থাৎ প্রায় ৭ শতাংশ। পহেলগাঁওতে জঙ্গি হামলার পর থেকেই এই সূচকের পতন অব্যাহত রয়েছে। এদিকে বৃহস্পতিবার ভারতের স্টক এক্সচেঞ্জের প্রধান দুই সূচক কমেছে ০.৫০ শতাংশের আশপাশে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি কমে পৌঁছয় ২৪ হাজার ২৭৩ পয়েন্টে। বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ৪১১ পয়েন্ট কমে পৌঁছয় ৮০ হাজার ৩৩৪ পয়েন্টে।