চুক্তিস্বাক্ষরে শোচনীয় পরাজয় পাকিস্তানের

Must read

প্রতিবেদন : তুর্কি ও কাতারের মধ্যস্থতায় ফের শান্তি প্রতিষ্ঠা হল পাকিস্তান-আফগানিস্তানের (pakistan – Afghanistan) ডুরান্ড লাইনে। দোহায় দুই দেশের প্রতিনিধিদের শান্তি বৈঠকে ডুরান্ড লাইন বরাবর শান্তি প্রতিষ্ঠায় সম্মত হল দুই দেশই। আর দুই আরব-দেশের হস্তক্ষেপে পাকিস্তান যেভাবে মাথা নত করেছে, তাকে নৈতিক জয় হিসেবেই দেখছে আফগানিস্তানের তালিবান প্রশাসন। তাদের দাবি, একটি অতি অসম্মানজনক পরাজয়ের পরে শান্তি প্রতিষ্ঠায় বাধ্য হয়েছে পাকিস্তান (pakistan)। এতে আফগানিস্তানের নীতিই সঠিক বলে প্রতিষ্ঠিত হল।

আরও পড়ুন- প্যারিসের ল্যুভর মিউজিয়ামে ডাকাতি! লক্ষ লক্ষ টাকার গয়না লুঠ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

শান্তি চুক্তি অমান্য করে রাতের অন্ধকারে ভীতুর মতো আফগানিস্তান সীমান্তে হামলা চালিয়ে ক্রিকেটারদের হত্যা করে চূড়ান্ত অপদার্থতার পরিচয় দিয়েছে পাকিস্তান। অবশ্য পাল্টা হামলায় পাকসেনাকে যথেষ্ট শিক্ষা দিয়েছে আফগানরাও। কাবুলের রাস্তায় উড়েছে পাক সেনার খুলে নেওয়া অন্তর্বাস। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মৃত্যুর পরে পাকসেনাদের দেহ টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার দৃশ্য। এত কিছুর পরেও শিক্ষা হয়নি শাহবাজ শরিফের সরকারের। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুখ খুললে আরব দেশগুলি এই পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেয়। তারপরই দুই দেশের মধ্যে ফের শান্তি চুক্তি প্রতিষ্ঠা হল।

Latest article