তালিবান জঙ্গি হামলায় নিহত ১৬ জওয়ান!

Must read

এবার তালিবান (Taliban) জঙ্গি হামলায় নিহত ১৬ জওয়ান। আহত হয়েছেন ৫ জন। শুক্রবার মধ্যরাতের হামলার দায় স্বীকার করল পাকিস্তান তালিবান জঙ্গি গোষ্ঠী। পাকিস্তান- আফগানিস্তান সীমান্তের খাইবার পাখতুনখোয়ায় সেনা ছাউনিতে আচমকাই হামলা চালায় জঙ্গিরা। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে গুলির লড়াই।

আরও পড়ুন- সরাসরি তেল আভিভে হামলা চালাল হুথি! আহত একাধিক ইজরায়েলি

জঙ্গিরা সেনা ছাউনির ওয়্যারলেস যোগাযোগ ব্যবস্থার যন্ত্রগুলিতে আগুন ধরিয়ে দেয়। এছাড়াও পাহাড়ি এলাকার ওই ছাউনিকে তিনদিক থেকে ঘিরে ফেলে তালিবান। জঙ্গি গোষ্ঠীর দাবি, তারা সেনাবাহিনী মেশিন গান ও রাত্রিচশমা-সহ বহু সামরিক সরঞ্জাম নিজেদের দখলে রেখেছে। তবে এই ঘটনা সম্পর্কে এখনও কোনও বিবৃতি দেয়নি পাকিস্তানের সেনাবাহিনী।

Latest article