ভারতের কাছে হেরে কোর্টে পাক-অসভ্যতা

Must read

প্রতিবেদন : রাজনৈতিক সংঘাতের উত্তাপ ছড়াল টেনিস কোর্টে! এশিয়া-ওশেয়ানিয়া অনূর্ধ্ব-১৬ জুনিয়র ডেভিস কাপে (Davis Cup) ভারতের কাছে হেরে অসভ্যতা পাকিস্তানের খেলোয়াড়ের। শনিবার কাজাখস্তানের ওই ম্যাচে পাকিস্তানকে ২-০ ফলে হারায় ভারত। ম্যাচের তিনদিন পর ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ম্যাচ শেষ হওয়ার পর পাক প্রতিদ্বন্দ্বীর দিকে প্রথামাফিক হাত মেলানোর জন্য এগিয়ে যান ভারতীয় খেলোয়াড়। কিন্তু সেই পাক খেলোয়াড় হাত মেলানো তো দূরের কথা, উল্টে তাচ্ছিল্যের ভঙ্গিতে সজোরে হাতে ধাক্কা মেরে এগিয়ে যান। কিছুটা দূর এগিয়ে ফের ফিরে এসে দ্বিতীয়বারও ভারতীয় খেলোয়াড়ের হাতে হাত দিয়ে ধাক্কা দেন ওই পাক খেলোয়াড়। শেষ পর্যন্ত তৃতীয়বার হাত মেলালেও, তাতে খেলোয়াড়সুলভ মানসিকতার ছিঁটেফোঁটাও ছিল না। এই ভিডিও প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। পাক খেলোয়াড়ের অসভ্যতার কড়া সমালোচনা হচ্ছে।

আরও পড়ুন- বিশেষ অধিবেশনের দাবিতে চিঠি, জোটবদ্ধ প্রস্তুতিতে কৌশলী তৃণমূল

Latest article