ডাম্বুলা, ১৮ জুলাই : শুক্রবার পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচ দিয়ে মেয়েদের এশিয়া কাপে নামছে ভারত। গতবারের চ্যাম্পিয়নরা এবারও রয়েছেন অপ্রতিরোধ্য ফর্মে। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে তিন ফরম্যাটে উড়িয়ে খেতাব ধরে রাখতে শ্রীলঙ্কায় এসেছে ভারতের প্রমীলা বাহিনী।
চলতি বছরের অক্টোবর, নভেম্বর মাসে রয়েছে মেয়েদের টি-২০ বিশ্বকাপ। তাই এবারের এশিয়া কাপও টি-২০ ফরম্যাটে। পাকিস্তানের বিরুদ্ধেও রেকর্ড চোখ ধাঁধানো। ১৪ টি ম্যাচের মধ্যে এখনও পর্যন্ত ভারতই জিতেছে ১১ টি ম্যাচ। ২০২২ এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সদ্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ ড্র করে, টেস্ট ও একদিনের সিরিজে প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করেছেন হরমনপ্রীত কৌররা।
আরও পড়ুন-উত্তাল বাংলাদেশ: কোটা আন্দোলনে মৃত্যু বেড়ে ১১
স্বপ্নের ফর্মে আছেন স্মৃতি মান্ধানা। ভারত অধিনায়ক হরমনপ্রীতও রানের মধ্যে আছেন। বল হাতে আগের সিরিজে আগুন ঝরিয়েছেন পেসার পূজা বস্ত্রকার। দীপ্তি শর্মা, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাতিলদের নিয়ে স্পিন বিভাগও যথেষ্ট শক্তিশালী। সহ অধিনায়ক মান্ধনা বলেন, ‘পাক বোলিং বেশ শক্তিশালী। তাই শুরু থেকেই ঝুঁকি নেব না। পরিস্থিতি বুঝে আগ্রাসী ক্রিকেট খেলব। এই ম্যাচটা জেতা খুব দরকার।’ অন্যদিকে, পাকিস্তান দল অগোছালো। এই বছরে কোনও ম্যাচ না খেলা ইরাম জাভেদ, ওমাইমা সোহেল, সায়েদা আরুব শাহের মতো ক্রিকেটার দলে রয়েছেন। আনক্যাপড খেলোয়াড় হিসেবে রয়েছেন তাসমিয়া রুবাব। গতমাসে ইংল্যান্ড সফরে যাওয়া ছয় জন ক্রিকেটারকে বাদ দেওয়া হয়েছে। তাই এই ম্যাচে সবদিক থেকে ভারতই এগিয়ে।