প্রতিবেদন: যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। মুখের উপর জবাব দিল ভারত (Indian Army)। তারই জেরে জম্মু-কাশ্মীরে জারি গোলাগুলি বর্ষণ। ভূস্বর্গের পুঞ্চ সীমান্তে পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করতেই পাল্টা জবাব দিল ভারতীয় সেনা। বুধবারের গুলিবর্ষণে বেশ কয়েকজন পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রকসূত্রে খবর মিলেছে।
ভারতীয় সেনা আধিকারিকরা জানিয়েছেন, সীমান্তরেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করে বুধবার আচমকাই ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চালায় পাকিস্তানি সেনা। একদিন আগেই জম্মু ও কাশ্মীরের আখনুর সেক্টরে আইইডি বিস্ফোরণ ঘটিয়েছিল জঙ্গিরা। এরপর পাকিস্তানকে পাল্টা কড়া জবাব দিয়েছে ভারত। দু’পক্ষের সংঘর্ষে সীমান্তের এপারে বড়সড় ক্ষয়ক্ষতি না হলেও পাকিস্তানি সেনা শিবিরে হতাহতের সংখ্যা নেহাত কম নয় বলেই অনুমান ভারতীয় জওয়ানদের। ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তানের মধ্যে নতুন করে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। চলতি বছরে এটাই প্রথম সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন। সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে এক ভারতীয় জওয়ান জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
আরও পড়ুন- বিরোধিতার ঝড়ে পিছু হটল কেন্দ্র, সিলেক্ট কমিটিতে আয়কর বিল