প্রতিবেদন: তালিবানরা আফগানিস্তান দখল করার পর অনেকেই কাশ্মীর নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন। তাঁরা মনে করছিলেন কাশ্মীরের বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনকে সাহায্য করবে তালিবান। বিশেষ করে, তালিবানদের পিছনে যখন সরাসরি পাকিস্তানের মদত রয়েছে। সেক্ষেত্রে পাকিস্তান এবার কাশ্মীর নিয়ে ঝামেলা পাকাতে জঙ্গিগোষ্ঠী তালিবানের সাহায্য নেবে।
আরও পড়ুন : নবরূপে আত্মপ্রকাশ করবে রবীন্দ্র সরোবর
এতদিন যা রাজনৈতিক ও কূটনৈতিক মহলের আশঙ্কা ছিল, সেটাই টেলিভিশনের অনুষ্ঠানে স্পষ্ট করে দিলেন ইমরান খানের দলের নেত্রী নীলম ইরশাদ শেখ। টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে নীলম বলেন, তালিবানরা জানিয়েছে, ওরা আমাদের সঙ্গেই আছে। কাশ্মীরকে স্বাধীন করতে ওরা আমাদের সব ধরনের সাহায্য করবে।
নীলমের এই মন্তব্য শুনে বিড়ম্বনায় পড়েন টেলিভিশনের ওই অনুষ্ঠানের সঞ্চালক। ওই মন্তব্যের পরই অনুষ্ঠানের সঞ্চালক ইরশাদকে বলেন, ম্যাডাম আপনি জানেন আপনি কী বলেছেন। আপনার এই মন্তব্য গোটা দুনিয়ার মানুষ দেখবে। ভারতেও আপনার এই মন্তব্য সকলেই শুনবে। সঞ্চালকের বক্তব্যে যেন সম্বিত ফিরে পান তিনি। তখন নীলম বলেন, পাক সেনাও যথেষ্ট শক্তিশালী। তারাও মনে করলে কাশ্মীরকে ভারত থেকে স্বাধীন করতে পারে। দেশের সুযোগ্য প্রধানমন্ত্রী ইমরান খান এই কাজে সেনা বাহিনীকে মনে করলেই নির্দেশ দিতে পারেন। কিন্তু এর পরেই ফের বিতর্কিত মন্তব্য করে বসেন নীলম।
আরও পড়ুন : সর্বভারতীয় স্বীকৃতি পেল লকডাউন পাঠশালা
তিনি বলেন, আফগানিস্থানে আমরা তালিবানকে সাহায্য করেছি। এতে জঙ্গিরা খুব খুশি। তাই প্রত্যুৎপকার করতে তালিবান কাশ্মীরকে পাকিস্তানের অংশ করে তোলার জন্য আমাদের সাহায্য করতে চায়। ইতিমধ্যেই আমেরিকা ও সহ আরও বেশ কয়েকটি দেশ ইমরান খানের দলের নেত্রীর এই মন্তব্যের কড়া নিন্দা করেছে।