নিউ ইয়র্ক, ১১ জুন : পরপর দুটো হারের পর চলতি বিশ্বকাপে প্রথম জয়ের মুখ দেখল পাকিস্তান। মঙ্গলবার দুর্বল কানাডাকে ৭ উইকেটে হারিয়েছেন বাবর আজমরা। প্রথমে ব্যাট করতে নেমে, পাক বোলারদের দাপটে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১০৬ রান তুলেছিল কানাডা। জবাবে ১৭.৩ ওভারে ৩ উইকেটে ১০৭ রান তুলে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। ১৩ রানে ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা বাঁ হাতি পাক পেসার মহম্মদ আমির।
আরও পড়ুন-অন্যায্য গোল, স্বপ্নভঙ্গ ভারতের
প্রবল চাপ নিয়ে এই ম্যাচটা খেলতে নেমেছিল পাকিস্তান। ভারতের বিরুদ্ধে বিশ্রী পারফরম্যান্সের পরে পাক ক্রিকেটারদের রেস্তোরাঁ বা শপিং মলে যাওয়া নিয়ে কানাডা ম্যাচের আগে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল সহকারী কোচ আজহার মেহমুদকে। পাশাপাশি বাবর আজম ও শাহিন আফ্রিদির ব্যক্তিত্বের সংঘাত নিয়েও চর্চা ছিল তুঙ্গে। কানাডাকে হারিয়ে আপাতত কিছুটা হলেও স্বস্তি ফিরল পাক শিবিরে। এদিন ব্যাট করতে নেমে, শুরু থেকেই উইকেট হারাতে থাকে কানাডা। বিপর্যয়ের মুখে একা কুম্ভের মতো লড়েছেন ওপেনার অ্যারন জনসন। ৪৪ বলে ৫২ রান করার পর জনসনকে প্যাভিলিয়নে ফেরান নাসিম শাহ। রান তাড়া করতে নেমে মহম্মদ রিজওয়ানের হাফ সেঞ্চুরির (৫৩ বলে অপরাজিত ৫৩) সুবাদে ১৫ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় পাকিস্তান। বাবর ৩৩ বলে ৩৩ করেন।