পড়ুয়াদের হোলি ভেস্তে দিল পাক মৌলবাদীরা, লাহোরের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়

হোলি উপলক্ষে সোমবার পাকিস্তানের লাহোরের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ছাত্র-ছাত্রী বিশ্ববিদ্যালয় চত্বরে রং ও আবির খেলেন

Must read

প্রতিবেদন : রীতিমতো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়েই রং ও আবির খেলার আয়োজন করেছিলেন ছাত্র-ছাত্রীরা। হোলি উপলক্ষে সোমবার পাকিস্তানের লাহোরের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ছাত্র-ছাত্রী বিশ্ববিদ্যালয় চত্বরে রং ও আবির খেলেন। তার জেরে ওই ছাত্রছাত্রীরা মৌলবাদীদের কোপে পড়লেন। কট্টরপন্থীরা হোলিতে মেতে ওঠা হিন্দু ছাত্র-ছাত্রীদের উপর চড়াও হয়। এ ঘটনায় প্রায় ১৫ জন হিন্দু পড়ুয়া জখম হয়েছেন বলে খবর।

আরও পড়ুন-জনসংযোগ নেই, লোকসভায় অন্তত ১৫ প্রার্থী বদল বিজেপির

জানা গিয়েছে, সোমবার বিকেলে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের আইন কলেজ চত্বরে হোলি খেলার আয়োজন করা হয়েছিল। বেশ কিছু পড়ুয়া মেতে উঠেছিলেন রঙের উৎসবে। এ সময় তাঁদের উপর চড়াও হয় মৌলবাদী সংগঠনের বেশ কিছু সদস্য। যদিও হিন্দু পড়ুয়ারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়েই বিশ্ববিদ্যালয় চত্বরে রং খেলেছিলেন। কিন্তু কিছু ইসলামি মৌলবাদী ওই ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়ে। তাঁদের মারধর করা হয়। এই ঘটনায় প্রায় জনা ১৫ পড়ুয়া জখম হয়েছেন। ঘটনার প্রেক্ষিতে পাকিস্তানে আবারও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি নির্যাতনের অভিযোগ সামনে এল।

আরও পড়ুন-৫০০ বছরের মশলা

নাম গোপন করে প্রত্যক্ষদর্শী এক ছাত্র জানিয়েছেন, মৌলবাদী ছাত্র সংগঠন ইসলামি জমিয়ত তুলবার সমর্থকরা হোলি উৎসবে হামলা চালিয়েছে। তাদের হামলায় ভেস্তে গিয়েছে রঙের উৎসব। জখম এক ছাত্র জানিয়েছেন তাঁরা এই ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন।

আরও পড়ুন-দিনের কবিতা

মঙ্গলবার পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র খুররম শাহজাদ বলেছেন, হিন্দু পড়ুয়াদের রং খেলার অনুমতি দেওয়া হয়েছিল। তারপরও এই ঘটনা কখনওই মেনে নেওয়া যায় না। পুলিশকে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Latest article