প্রতিবেদন : ফের পাকিস্তানি জঙ্গি (Jammu-Kashmir- Pak Militant) অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিল সেনাবাহিনী। শনিবার ভোররাতে জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে খতম হল এক পাক জঙ্গি। ঘটনাটি ঘটেছে কাশ্মীর উপত্যকার রাজৌরি জেলায়। সেনার এক মুখপাত্র জানিয়েছেন, এদিন ভোররাতে ঘন কুয়াশার মধ্যে নওসেরা সেক্টরের কালাল এলাকা দিয়ে কয়েকজন জঙ্গি পাক অধিকৃত কাশ্মীর (Jammu-Kashmir- Pak Militant) থেকে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। টহলদারি জওয়ানরা জঙ্গিদের দেখতে পেয়ে সঙ্গে সঙ্গেই গুলি চালায়। এরপর উভয় পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। তাতেই এক পাক জঙ্গি খতম হয়। আরও কয়েকজন জঙ্গি পাহাড়-জঙ্গল ঘেরা ওই দুর্গম এলাকায় লুকিয়ে থাকতে পারে বলে জওয়ানদের আশঙ্কা। এদিন সকাল থেকেই গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালায় সেনা। উল্লেখ্য, প্রতি বছরই শীতের সময় ঘন কুয়াশার মধ্যে পাক অধিকৃত কাশ্মীর থেকে নাশকতা চালানোর উদ্দেশ্যে নিয়ন্ত্রণরেখা টপকে ভারতে ঢোকার চেষ্টা করে জঙ্গিরা।
আরও পড়ুন-গুজরাতে আম আদমি পার্টির কড়া চ্যালেঞ্জের মুখে পড়েছে বিজেপি