ভারতীয় সেনাকে তুলে নিয়ে গেল পাক জওয়ান

বুধবার দু’দেশের সীমান্তে অবস্থিত জিরো লাইনে পাহারা দিচ্ছিলেন তিনি৷ সেই সময়ে সেখানে ফসল কাটছিলেন ভারতের কৃষকরা৷

Must read

প্রতিবেদন : পাঞ্জাবের (Punjab) ফিরোজপুর জেলায় ভারত-পাক সীমান্তে পাহারারত এক বিএসএফ জওয়ানকে আটক করেছে পাক রেঞ্জার্স৷ অভিযোগ, ওই জওয়ান ভারতীয় ভূখণ্ডে পাহারা দেওয়ার সময় ভুল করে পাক ভূখণ্ডে প্রবেশ করেছিলেন৷ সংশ্লিষ্ট জওয়ানকে ভারতে ফিরিয়ে নিয়ে আসার জন্য ইতিমধ্যেই উদ্যোগী হয়েছে সীমান্তরক্ষী বাহিনী, দাবি বিএসএফ সূত্রের৷

আরও পড়ুন-কাশ্মীরে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে শহিদের পরিবারকে সাহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রীর

বুধবার দু’দেশের সীমান্তে অবস্থিত জিরো লাইনে পাহারা দিচ্ছিলেন তিনি৷ সেই সময়ে সেখানে ফসল কাটছিলেন ভারতের কৃষকরা৷ তাদের দিকে নজর রাখতে রাখতে নিজের অজানতেই তিনি জিরো লাইন পার করে পাক ভূখণ্ডে প্রবেশ করেছেন, এই ক্ষেত্রে সংশ্লিষ্ট বিএসএফ জওয়ানের কোনও অসৎ উদ্দেশ্য ছিল না, দাবি বিএসএফের। তার পরেও সংশ্লিষ্ট জওয়ানকে পাক রেঞ্জার্সদের হাত থেকে ছাড়িয়ে আনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে, দাবি সরকারি সূত্রের৷

Latest article