রূপান্তরকামীদের প্যান কার্ড

Must read

প্রতিবেদন: দেশের শীর্ষ আদালত রূপান্তরকামীদের (Transgenders) সমান অধিকার সুনিশ্চিত করেছে আগেই, তাদের যুগান্তকারী রায়ের মাধ্যমে৷ তারপরেও দেশের বিভিন্ন প্রান্তে বসবাসকারী রূপান্তরকামীরা প্যান কার্ডের সুবিধে ভোগ করতে পারছেন না৷ নিজেদের তৃতীয় লিঙ্গের পরিচয় উল্লেখ করে তাঁরা প্যান কার্ডের ফর্ম ফিল আপ করতে পারছেন না, এই অভিযোগ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন বিহারের সমাজসেবী রেশমা প্রসাদ৷ রেশমা নিজেও একজন রূপান্তরকামী (Transgenders)৷ তাঁর দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে দেশের শীর্ষ আদালতের বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি এহসানউদ্দিন আমালুল্লাহর বেঞ্চে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে এবার থেকে প্যান কার্ডের ফর্ম ফিল আপ করার সময়ে নিজেদের তৃতীয় লিঙ্গের পরিচয় উল্লেখ করতে পারবেন রূপান্তরকামীরা৷ ‘ট্র্যান্সজেন্ডার পারসন্স প্রোটেকশন রাইটস ২০১৯’- আইনের অধীনে কোনও একজন জেলাশাসকের ইস্যু করা পরিচয়পত্র দেখিয়েই এবার রূপান্তরকামীরা তাদের নিজের নিজের প্যান কার্ডের আবেদন জানাতে পারবেন, সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার৷

আরও পড়ুন-কেরল থেকে বাংলা, রাম-বামের যৌন কেলেঙ্কারি প্রকাশ্যে, বাড়িতে রাতভর আয়াকে ধর্ষণ, বিজেপি বুথ সভাপতিকে গণধোলাই

Latest article