উত্তর জুড়ে উদযাপন পঞ্চানন বর্মার জন্মদিন

মুখ্যমন্ত্রী তাঁর নামে বিশ্ববিদ্যালয় করেছেন এবং জন্মদিন উপলক্ষে ছুটি ঘোষণা করেছেন। মন্ত্রী বীরবাহা হাঁসদা পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন

Must read

ব্যুরো রিপোর্ট : গোটা রাজ্যর সঙ্গেই উত্তর জুড়ে পালন করা হল পঞ্চানন বর্মার জন্মদিন। মঙ্গলবার মাথাভাঙার খলিসামারিতে তাঁর জন্মভিটেয় জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাঁজা, বীরবাহা হাঁসদা, জেলাশাসক পবন কাদিয়ান, জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন, মহকুমা শাসক অচিন্ত্যকুমার হাজরা, বিডিও সোফিয়া আব্বাস, অভিজিৎ দে ভৌমিক, পার্থপ্রতিম রায়, গিরীন্দ্রনাথ বর্মন, রবীন্দ্রনাথ ঘোষ, বিনয় বর্মন।

আরও পড়ুন-দিঘায় পর্যটকের অভিযোগ জমা নিতে বসছে বাক্স

এবিষয়ে মন্ত্রী শশী পাঁজা বলেন, আজকে মনীষী পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে তাঁর জন্মভিটায় যাওয়ার সুযোগ হয়েছে। মুখ্যমন্ত্রী তাঁর নামে বিশ্ববিদ্যালয় করেছেন এবং জন্মদিন উপলক্ষে ছুটি ঘোষণা করেছেন। মন্ত্রী বীরবাহা হাঁসদা পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। রায়গঞ্জে পুরসভার উদ্যোগে ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন। ছিলেন পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য সাধন বর্মন, পুরসভার কো-অর্ডিনেটর রতন মজুমদার, চৈতালী ঘোষ সাহা। জলপাইগুড়ি জেলা পরিষদ প্রাঙ্গণেও হয় অনুষ্ঠান। ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, সহকারী সভাধিপতি দুলাল দেবনাথ, অতিরিক্ত জেলাশাসক তেজস্বী রানা সহ অন্যান্য আধিকারিক ও কর্মীরা। পঞ্চানন বর্মার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান সভাধিপতি উত্তরা বর্মন। পঞ্চানন বর্মার জীবনের বিভিন্ন দিক এবং তাঁর সংগ্রামের কথাও তুলে ধরেন সকলেই।

Latest article