পঞ্চায়েতের প্রচারে চায়ে পে আড্ডা প্রাক্তন মন্ত্রীর

এই সময় চায়ের ঠেকে পৌঁছে যাচ্ছেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। চা খেতে খেতে আড্ডা মারছেন আর আড্ডার মোড়কে সারছেন ভোটের প্রচারও

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : এবার ভোটপ্রচারে চায়ের ঠেককে পাখির চোখ করেছে তৃণমূল। বিকেলে চায়ের ঠেকগুলিতে প্রচুর ভিড় হয়। এই সময় চায়ের ঠেকে পৌঁছে যাচ্ছেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। চা খেতে খেতে আড্ডা মারছেন আর আড্ডার মোড়কে সারছেন ভোটের প্রচারও। চায়ের দোকানের বেঞ্চিতে পা ঝুলিয়ে বসে কাচের গ্লাস বা পোড়া মাটির ভাঁড়ে চিনি ছাড়া চায়ে চুমুক দিয়ে কথাবার্তা বলছেন লোকজনের সঙ্গে। কখনও আড্ডা দিতে আসা লোকজন ভালবেসে প্রাক্তন মন্ত্রীকে চা খাওয়াচ্ছেন। আবার কখনও তিনিই চায়ের দাম মেটাচ্ছেন।

আরও পড়ুন-গেঁওখালির সার্কিট ট্যুরিজমকে নতুন আঙ্গিকে গড়বে এইচডিএ, ১৭ কোটিতে সোলার এনার্জি পার্ক

প্রাক্তন মন্ত্রীকে কাছে পেয়ে অনেকেই তাঁদের সুখ-দুঃখের কথা শোনাচ্ছেন। আবার তিনিও অনেককে কোনও সরকারি সুবিধা না পেয়ে থাকলে কী করতে হবে বা কোনও প্রকল্পের কথা কারও জানা না থাকলে সে সম্পর্কে বোঝাচ্ছেন। হাসি-ঠাট্টায় জমজমাট হয়ে উঠছে ঠেকের প্রচার। মঙ্গলবার সুতি ১ আহিরণ-সহ বিভিন্ন জায়গার গুরুত্বপূর্ণ মোড়ের চায়ের দোকানে চা খেতে খেতে প্রচার করতে দেখা যায় তাঁকে। তিনি বলেন, জনগণের সঙ্গে কথা বলতে বলতে চা খেতে মন্দ লাগে না। চায়ের দোকানে বিভিন্ন পেশা, বিভিন্ন মতাদর্শ, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রিত হন। তাই আড্ডা দিতেও ভাল লাগে। সামনেই পঞ্চায়েত ভোট। তাই এই আড্ডায় ভোটের কথাও থাকছে।

Latest article