হায়দরাবাদ : পথকুকুরদের প্রতি এমন নির্মমতা স্মরণকালে ঘটেছে কি? বোধহয় না। বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে অন্তত ৩০০ কুকুরকে খুন করা হল তেলেঙ্গানায়। তারপরে গোপনে পুঁতে দেওয়া হল মাটির নিচে। অবলা জীবের প্রতি এমন নৃশংসতার সাক্ষী হল তেলেঙ্গানার হানুমকোন্ডা জেলা।
আরও পড়ুন-হরিয়ানায় বরফের আস্তরণ, শীতলতম দিল্লি
সবচেয়ে আশ্চর্যের বিষয় এই খুনের জন্য অভিযুক্ত হয়েছেন নির্বাচিত ২ পঞ্চায়েত প্রধান। শ্যামাপেট এবং আরেপয়াল্লির ২ পঞ্চায়েত প্রধান ছাড়াও আরও ৭ জনের বিরুদ্ধে তদন্তে নেমেছে পুলিশ। সবমিলিয়ে মোট ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এত কুকুরকে এমনকরে একইসঙ্গে খুনের ঘটনায় পশুপ্রেমীরা তো বটেই, স্তম্ভিত সভ্য সমাজও। ঝড় উঠেছে নিন্দার। ঘটনাটি জানাজানি হতেই পুলিশ এবং পশুচিকিৎসকের একটি দল রবিবার ঘটনাস্থলে পৌঁছায়। মাটি খুঁড়ে উদ্ধার করা হয় মৃত কুকুরগুলির দেহ। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, ৬ থেকে ৮ জানুয়ারির মধ্যে কুকুরগুলিকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মারা হয়েছে। করিমনগরের ‘স্ট্রে অ্যানিমাল ফাউন্ডেশন অফ ইন্ডিয়া’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনই এই ঘটনা প্রকাশ্যে আনে।

