বঙ্গ

উৎসাহ ও উদ্দীপনায় মনোনয়ন

প্রতিবেদন : পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপর্বের (Panchayat Election- Nomination filing) শেষ দিনটিও ছিল রীতিমতো উৎসাহ-উদ্দীপনায় ভরা। বৃহস্পতিবার প্রকৃত অর্থেই গ্রামবাংলায় দেখা গেল উৎসবের মেজাজ, সহযোগিতার পরিবেশ। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ৬ দিনে এবারে মনোনয়ন জমা দিয়েছেন লক্ষাধিক প্রার্থী, নির্বিঘ্নেই। বিচ্ছিন্নভাবে দু’এক জায়গায় অশান্তি হলেও মনোনয়ন প্রক্রিয়ায় তার আদৌ কোনও প্রভাব পড়েনি। কোথাও কোনও অশান্তিতেই জড়ায়নি তৃণমূল। প্রার্থী জোগাড় করতে না পেরে গন্ডগোল বাধিয়েছে বিরোধীরাই। উত্তর দিনাজপুরের চোপড়ায় বৃহস্পতিবার গোলমাল পাকিয়েছে কংগ্রেস আর সিপিএম। গুলিবিদ্ধ হয়ে এবং মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ জন। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে হামলা চালিয়েছে আইএসএফ। মৃত্যু হয়েছে ৩ জনের। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন স্পষ্ট জানিয়েছেন, ভাঙড় এবং চোপড়ার ঘটনায় কোনওভাবেই জড়িত নয় তৃণমূল। ভাঙড়ে অশান্তি তৈরি করেছে আইএসএফ। চোপড়ায় একই কায়দায় হামলা চালিয়েছে বিরোধীরাই। প্রশাসনকে অবিলম্বে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মনোনয়নপর্ব যে শান্তিতেই চলছে তা স্বীকার করে নিয়েছেন বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা। জানিয়েছেন আলিপুরদুয়ারে দলের প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন নির্বিঘ্নেই। রাজ্যে ৭৩ হাজার বুথেই প্রার্থী দিয়ে রীতিমতো উচ্ছ্বসিত তৃণমূলের নেতা-কর্মীরা। আত্মবিশ্বাসের সুরে তাঁরা জানিয়ে দিচ্ছেন, কোন বাহিনী এল-গেল তা নিয়ে মোটেই ভাবিত নন তাঁরা। জনগণের ভোটে এসেছে তৃণমূল। উন্নয়নের কাজ করেছে ধারাবাহিকভাবে। মানুষ এবারেও দু’হাত ভরে আশীর্বাদ করবে তৃণমূলকেই। জয়ের ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিত দলের কর্মী-সমর্থকেরা।
এদিকে, পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election- Nomination filing) রাজ্যের প্রতিটি জেলাতেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই নির্দেশ দেয়। আদালতের নির্দেশ শিরোধার্য বলে জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। অন্য একটি মামলায় বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন ক্যানিং, বসিরহাট, ভাঙড়, কাশীপুরের বিরোধী প্রার্থীদের এসকর্ট করে মনোনয়ন কেন্দ্রে নিয়ে যেতে হবে পুলিশকে। সেইমতো পুলিশ সেই ব্যবস্থা করে।

আরও পড়ুন- নবজোয়ার ৫০, চলছে জনস্রোত: আজ মুখ্যমন্ত্রী-অভিষেক সভা

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

34 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

42 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

11 hours ago