সংবাদদাতা, কৃষ্ণনগর : কৃষ্ণনগর উত্তরের আসাননগর পঞ্চায়েত দখল নিল তৃণমূল কংগ্রেস। দীর্ঘ তিন বছর এই পঞ্চায়েত ছিল বিজেপির দখলে। অনাস্থা ভোটের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের হাতে চলে আসে বোর্ড। দলের প্রধান ও উপপ্রধানের ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে সরব বিজেপি সদস্যরা দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় দখলে থাকা পঞ্চায়েত হারাল বিজেপি। প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থায় জিতে বুধবার পঞ্চায়েত দখল করল তৃণমূল কংগ্রেস। উপস্থিত পঞ্চায়েত সদস্যরা তৃণমূল কংগ্রেসের প্রধান ও উপপ্রধানকে নির্বাচিত করলেন। অনাস্থা প্রস্তাবে হেরে যান বিজেপি নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের প্রধান নির্বাচিত হয়েছেন চায়না মণ্ডল এবং উপপ্রধান নির্বাচিত হয়েছেন উৎপল মণ্ডল। তৃণমূল কংগ্রেসের উত্তরের সভাপতি জয়ন্ত সাহা জানান, গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের দখলে ৯টি আসন। বিজেপির দখলে ছিল ১০টি। বিধানসভা ভোটের পর দলের সদস্যরা বিজেপির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং পঞ্চায়েত প্রধানের ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে সরব হন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মা মাটি মানুষের সরকারের উন্নয়নকে গুরুত্ব দিয়ে তাঁরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। প্রথমে দু’জন সদস্য বিজেপি ত্যাগ করেন এবং কয়েকদিন আগে আরও এক সদস্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসেন। এর ফলে আসাননগর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের দখলে আসে। তারা পঞ্চায়েত বোর্ড গঠন করে। জয়ন্ত সাহা জানান, এই পঞ্চায়েত হবে মানুষের পঞ্চায়েত। মানুষকে সঙ্গে নিয়ে আমরা উন্নয়নমূলক কাজ করে যাব। বিজেপি এই পঞ্চায়েতে কোনও কাজ করেনি, রাস্তাঘাট হয়নি। আগামী দিন দুয়ারে-দুয়ারে আমাদের পঞ্চায়েত যাবে।
আরও পড়ুন : পুর-প্রশাসকের ‘গুড মর্নিং’-এ ভাঙছে ঘুম
অপরদিকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন আরডিএ গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ৩৫০ জন। একটি অনুষ্ঠানে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের হাওড়া বিধায়ক সমীর পাঁজা। যোগদানকারীরা বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের কর্মযজ্ঞে শামিল হতেই আমরা তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম। হাতে হাত মিলিয়ে কাজ করব।’ বিধায়ক সমীর পাঁজা বলেন, ‘বিজেপি ভুল বুঝিয়ে মানুষকে দলে টেনেছিল। উন্নয়নের সাক্ষী হতে তারা দলে ফিরেছেন। এভাবেই জেলায় জেলায় শক্ত হচ্ছে তৃণমূল কংগ্রেসের হাত। ২১-এর নির্বাচনে আমরা জয়ী হবার পর উদয়নারায়ণপুর বিধানসভা এলাকায় কয়েক হাজার বিজেপি কর্মী-সমর্থক তৃণমূলে যোগ দিলেন।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…