পঞ্চায়েত ভোটের প্রস্তুতিসভা সেরে মহিলাদের দুয়ারে মন্ত্রী

আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর সাংগঠনিক গ্রামীণ এলাকাতে জনসংযোগ শুরু করলেন রাজ্য মহিলা তৃণমূল সভানেত্রী ও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর সাংগঠনিক গ্রামীণ এলাকাতে জনসংযোগ শুরু করলেন রাজ্য মহিলা তৃণমূল সভানেত্রী ও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ‘চলো গ্রামে যাই’ কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে কানুপুর ভোল্লার মোড় এলাকার বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলে জনসংযোগ বাড়ালেন তিনি। সঙ্গে ছিলেন দলের বঙ্গধ্বনি শাখার রাজ্য সভানেত্রী মালা রায়, বিধায়ক জাকির হোসেন, জঙ্গিপুর সাংগঠনিক জেলা মহিলা সভানেত্রী হালিমা বিবি-সহ একাধিক নেতা-নেত্রী। এই কর্মসূচির আগে রঘুনাথগঞ্জ রবীন্দ্রভবনে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতিসভাতেও অংশ নেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

আরও পড়ুন-সেনার প্রতি শ্রদ্ধা

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটে মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি পদ-সহ মোট আসনের অর্ধেক মহিলাদের জন্য সংরক্ষিত হয়েছে। পাশাপাশি গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির মোট আসনের প্রায় অর্ধেক মহিলাদের জন্য এবছর সংরক্ষিত রয়েছে। সে কারণেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহিলাদের মধ্যে এবং গ্রামাঞ্চলে জনসংযোগ বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। শনিবার গ্রামে গিয়ে মন্ত্রী মহিলাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন, সমস্যার কথা জানতে চান। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘এই অঞ্চলের প্রচুর মহিলা বিড়ি তৈরির কাজে জড়িত। বিড়ি তৈরির পর সেগুলো বিক্রির বিশেষ ব্যবস্থা নিয়েছে রাজ্য।’ তিনি বলেন, ‘এই অঞ্চলের মহিলারা জানিয়েছেন রাজ্যের দুয়ারে সরকার এবং লক্ষ্মীর ভাণ্ডার-সহ সমস্ত সামাজিক উন্নয়নমুখী প্রকল্পর সুবিধাই তাঁরা পেয়েছেন।’

Latest article