প্রতিবেদন : পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) মিটলেই রাজ্যে ছাত্রসংসদ নির্বাচন হবে। বৃহস্পতিবার সংস্কৃত কলেজের একটি অনুষ্ঠানে গিয়ে এ-কথা বলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Basu)। তাঁর কথায়, একই দিনে একসঙ্গে সব বিশ্ববিদ্যালয় বা কলেজে নির্বাচন হবে না। জোন ভাগ করে আলাদা দিনে ছাত্রসংসদ নির্বাচনের পরিকল্পনা রয়েছে। দীর্ঘদিন রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচন হয়নি। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রীর এই ঘোষণার পর খুশির হাওয়া ছাত্র-যুব মহলে। শিয়রে পঞ্চায়েত নির্বাচন। তাই স্বাভাবিকভাবেই তা অগ্রাধিকার পাবে রাজ্য সরকারের কাছে। পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) পর্ব মিটলে ছাত্রসংসদের ভোট হবে। এদিন ব্রাত্য বসু এ-কথা জানিয়েও বলেন, এ-বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এখনও পর্যন্ত তাঁর কোনও কথা হয়নি। তবে ছাত্রসংসদের ভোট হবে। কোনও একটি বিশ্ববিদ্যালয় ধরে নয়। রাজ্যের সব বিশ্ববিদ্যালয় ও তার অন্তর্ভুক্ত কলেজগুলিতে ভোট হবে, বলেন ব্রাত্য শিক্ষামন্ত্রীর সংযোজন, হয়তো সব বিশ্ববিদ্যালয়ে একইসঙ্গে ভোট হবে না। একদিনে দক্ষিণবঙ্গে হল, আবার একদিন উত্তরবঙ্গে। আবার পশ্চিমাঞ্চলে একদিন। পঞ্চায়েত ভোটের পর এভাবেই ছাত্রসংসদের ভোট করে ফেলা হবে। তবে ভোট যখনই হোক না কেন দলের নীতি মেনে এবার তা হবে শান্তিপূর্ণ।
আরও পড়ুন: অ্যাডিনো নিয়ে নয়া নির্দেশিকা