পঞ্চায়েতই গড়ে দিল জিম

এই জিম তৈরি করে বাংলা সারা দেশের মধ্যে এক নতুন নজির তৈরি করল। নিঃসন্দেহে এইসব প্রকল্প অন্য পঞ্চায়েতেও হবে।

Must read

সংবাদদাতা, হাওড়া : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামীণ এলাকার সামগ্রিক উন্নতিতে বিশেষ জোর দিয়েছেন। সেই উদ্দেশ্যেই গ্রামীণ এলাকার আর্থ-সামাজিক ব্যবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে। ক্রমশ গ্রাম হয়ে উঠছে শহর। এর সঙ্গেই সাযুজ্য রেখে শহরের পাশাপাশি এবার হাওড়ায় পঞ্চায়েতের উদ্যোগে গ্রামাঞ্চলে চালু হল ‘জিম’। যেখানে সমস্ত বয়সের মানুষই নিখরচায় নিয়মিত শরীরচর্চা করতে পারবেন। হাওড়ার ডোমজুড় বিধানসভার বালি-জগাছা ব্লকের সাঁপুইপাড়া-বসুকাটি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে গড়ে উঠেছে আধুনিকমানের ওই শরীরচর্চা কেন্দ্রটি।

আরও পড়ুন-স্কুলছুট নিয়ে সমীক্ষা শুরু রাজ্যে

কুমিল্যাপাড়ার নওপট্টিতে প্রায় ৪ লাখ টাকা ব্যয়ে ওই জিমটি তৈরি করা হয়েছে। কয়েকদিনের মধ্যেই যার উদ্বোধন হয়ে যাবে। এলাকার শারীরশিক্ষার প্রশিক্ষণপ্রাপ্ত লোকজন ও জিম ট্রেনাররা এটির দেখাশোনা করবেন। প্রতিদিনই দু’বেলা খোলা থাকবে জিমটি। এখানে জিম করার জন্য ১১টি অত্যাধুনিকমানের সরঞ্জাম রাখা হয়েছে। যেগুলি মূলত নামীদামি বেসরকারি জিমেই থাকে। এবার পঞ্চায়েতের উদ্যোগে গড়ে ওঠা এই জিম সেন্টারেও ওইসব সরঞ্জাম রাখা থাকছে। কলকাতা বা হাওড়ার মতো বেশকিছু পুরসভার উদ্যোগে জিম চালু হলেও পঞ্চায়েতের উদ্যোগে এই প্রথম কোনও ‘জিম’ চালু হচ্ছে। সাঁপুইপাড়া-বসুকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান সৌমেন্দ্র গায়েন জানান, ‘‘যুবক ও মাঝবয়সিদের পাশাপাশি প্রবীণ নাগরিকরাও এখানে এসে জিম করতে পারবেন। জিম করার জন্য প্রয়োজনীয় প্রায় সমস্ত সরঞ্জামই এখানে রাখা হয়েছে। শীঘ্রই এটি আমরা পুরোদমে চালু করে দেব।’’ বাংলায় পঞ্চায়েত শুধু রাস্তা, আলো, পানীয় জল সরবরাহের কাজই করে না। এই জিম তৈরি করে বাংলা সারা দেশের মধ্যে এক নতুন নজির তৈরি করল। নিঃসন্দেহে এইসব প্রকল্প অন্য পঞ্চায়েতেও হবে।

Latest article