মুম্বই, ২৮ জুন : মধ্যপ্রদেশকে প্রথমবার রঞ্জি চ্যাম্পিয়ন করে প্রশংসায় ভাসছেন চন্দ্রকান্ত পণ্ডিত। মধ্যপ্রদেশ কোচের কোচিং মডেলকে বলা হচ্ছে ‘পণ্ডিত মডেল’। যিনি এর আগে তিনবার মুম্বইকে রঞ্জি জিতিয়েছেন, তাঁর কোচিংয়ে পরপর দু’বার রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে বিদর্ভ। তবে এবার এক ঝাঁক অনামী তরুণকে নিয়ে মধ্যপ্রদেশকে রঞ্জি জিতিয়ে সব থেকে বেশি কৃতিত্ব পাচ্ছেন ভারতীয় দলের প্রাক্তন উইকেটকিপার-ব্যাটসম্যান।
আরও পড়ুন-উত্তেজনা উদয়পুরে
ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে এত সাফল্যের পরেও কেন আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলিতে তাঁকে দেখা যায় না। এই প্রশ্ন ওঠার পরেই রহস্য ফাঁস করেছেন পণ্ডিত। ভারতে প্রথম শ্রেণির ক্রিকেটের চাণক্য বললেন, ‘‘আমাকে ২০১২ সালে কেকেআরের দায়িত্ব নিতে বলা হয়েছিল। আমি মুম্বইয়ে শাহরুখ খানের বাড়িতে দেখা করতেও গিয়েছিলাম। কিন্তু উনি আমাকে একজন বিদেশি কোচের সহকারী হতে বলেছিলেন। তাতে আমি রাজি হতে পারিনি। একক দায়িত্ব পেলে হয়তো ভেবে দেখতাম।” পণ্ডিত আরও বলেন, ‘‘আইপিএলের আগে ফোন ঘোরালেই চাকরি পেয়ে যেতে পারি। কিন্তু ওসব আমার ধাতে নেই। রঞ্জি দল নিয়ে বেশ ভাল আছি। প্রত্যেকটি ট্রফি জয় আলাদা তৃপ্তির। তবে এবারেরটা বিশেষ অনুভূতি।”