প্রতিবেদন : গুণগত মানের পরীক্ষায় ডাহা ফেল করল আরও ১০৪টি ওষুধ। কাশির সিরাপ থেকে শুরু করে প্যারাসিটামল-সহ নার্ভ, হার্টের ওষুধ—সব কিছুই রয়েছে সেই তালিকায়। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল ব্যুরো ফেল করা ওষুধের তালিকায় প্রকাশ করেছে। সেই তালিকায় রয়েছে এ-রাজ্যের দুটি কোম্পানির ওষুধও। ল্যাবে ওষুধের গুণগত মান পরীক্ষার পর ফেল করা ওষুধের তালিকা প্রকাশ করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট ওষুধগুলি ব্যবহারের অযোগ্য। ওষুধগুলি স্ট্যান্ডার্ড কোয়ালিটি ড্রাগস নয়।
আরও পড়ুন-দেশের সম্মান লুটিয়ে দিচ্ছে এসএফআইকে নিশানা তৃণমূলের
একের পর এক ওষুধ এভাবে অব্যবহারযোগ্য প্রমাণিত হওয়ায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে। সাধারণের মনে প্রশ্ন জাগছে, ওষুধও জাল! কীভাবে বুঝব কোনটি সঠিক ওষুধ! কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বোর্ড মোট চার দফায় ৪৯৭টি ওষুধকে চিহ্নিত করেছে অযোগ্য বলে। সেই তালিকায় রয়েছে প্রেসারের ওষুধ থেকে শুরু করে প্যারাসিটামল, নার্ভ ও হার্টের ওষুধ, সাধারণ স্যালাইন, কাশির সিরাপ, পক্সের টিকা, প্রচলিত অ্যান্টিবায়োটিক, ব্যাকটেরিয়া সংক্রমণের প্রতিরোধক, পেইন কিলার, লিভারের অসুখ, স্ত্রীরোগে ব্যবহৃত ওষুধও। ১০৪টির মধ্যে রাজ্যের ল্যাবে ফেল করেছে ২৮টি ওষুধ।