সংবাদদাতা, আলিপুরদুয়ার : সোমবারের পর ফের চিতাবাঘের আতঙ্ক ছড়াল ফালাকাটা ব্লকের ধনিরামপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সিপাইটারি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে গ্রামবাসীরা একটি চিতাবাঘ (Leopard) দেখতে পান বলে দাবি করেন। খবর পেয়ে ঘটনাস্থলে জটেশ্বর ফাঁড়ির পুলিশ, বন দফতরের দলগাঁও রেঞ্জ অফিসের বনকর্মীরা পৌঁছন। এদিনও চিতাবাঘটি সংশ্লিষ্ট এলাকার একটি ভুট্টাখেতে ঢুকে রয়েছে বলে জানা গিয়েছে। গ্রামে চিতাবাঘ (Leopard) বেরিয়েছে এই খবর চাউর হতেই জমতে শুরু করে মানুষের ভিড়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দলগাঁওয়ের রেঞ্জার অশেষ পাল জানান, ওই এলাকায় একটি খাঁচা পাতা হয়েছে। গত সোমবার ওই একই জায়গায় একটি চিতাবাঘ বেরিয়েছিল। তার আক্রমণে একজন সিভিক ভলান্টিয়ার ও একজন বনকর্মী জখমও হয়েছিলেন। তাই ফের চিতাবাঘ বেরনোর খবরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।