অনুরাধা রায়: শ্রম দফতরের উদ্যোগ। ১০ বছর পর খুলছে পানিঘাটা চা-বাগান (Panighata Tea garden)। ফের কাজে ফিরবেন শ্রমিকেরা। মঙ্গলবারই হয়েছে চুক্তি। তৃণমূল চা-বাগান শ্রমিক ইউনিয়ন-সহ আরও কয়েকটি শ্রমিক সংগঠনও এই চুক্তিতে স্বাক্ষর করেছে। চুক্তিপত্রেই জানানো হয়েছে আগামী ২ মে শুক্রবার থেকেই শুরু হবে কাজ। চেনা ছন্দে ফিরবে বাগান। এই প্রসঙ্গে মন্ত্রী মলয় ঘটক বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এসওপি(স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর) চা-বাগানগুলির জন্য হয়েছে। এরজন্যই খুলে যাচ্ছে বন্ধ বাগানগুলি। পানিঘাটা চা-বাগান তার একটি উল্লেখযোগ্য উদাহরণ। উল্লেখ্য, ২০১৫ সালের ১০ অক্টোবর বন্ধ হয়েছে পানিঘাটা চা-বাগানটি (Panighata Tea garden)। এটি মিরিক মহকুমার অন্তর্গত। তিনশোরও বেশি শ্রমিক কাজ করতেন এই বাগানে। কিন্তু হঠাৎ বাগানটি বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েন শ্রমিকেরা। বাগান খোলার জন্য দফায় দফায় হয় বৈঠক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নেন। চা-বাগান শ্রমিকদের পাশে দাঁড়ান তিনি। বাগান শ্রমিকরা যেন কোনওভাবেই সমস্যায় না পড়েন সে দিকটি বিবেচনা করেই চালু করেন বিশেষ পদ্ধতি এসওপি। এরপরই বন্ধ বাগানগুলি দ্রুত খোলার উদ্যোগ নেওয়া হয়। অবশেষে ১০ বছর পর খুলে যাচ্ছে পানিঘাটা চা-বাগান। বাগান খোলার খবর পেতেই খুশিতে মেতে ওঠেন শ্রমিকেরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন পানিঘাটার চা-শ্রমিকেরা।
আরও পড়ুন- জনসমুদ্রে বাঁধভাঙা উচ্ছ্বাস