নয়াদিল্লি, ২১ জুলাই : বিদায়ী কোচ রাহুল দ্রাবিড়ে মজে রোহিত শর্মা। রবিবার গুরুপূর্ণিমার দিনে দ্রাবিড়ের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন রোহিত। আরেক ভারতীয় তারকা ঋষভ পন্থ জানিয়েছেন, এখনও সমস্যায় পড়লে তিনি এম এস ধোনির দ্বারস্থ হন।
আরও পড়ুন-ওহায়োয় ভেঙে পড়ল বিমান, মৃত পাইলট সহ ৩
রোহিতের বক্তব্য, ‘‘রাহুল ভাইয়ের সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক। ওঁর নেতৃত্বেই আয়ারল্যান্ডে আমার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছিল। উনি ছিলেন আমাদের সবার আদর্শ। যেভাবে কঠিন পরিস্থিতি থেকে দলকে বারবার টেনে তুলেছেন, তা এক কথায় অসাধারণ। ওঁকে দেখে আমরা শিখতাম।’’ তিনি আরও যোগ করেছেন, ‘‘রাহুল ভাই কোচ হওয়ার পর ওঁকে আরও কাছ থেকে পেয়েছি। অনেক কিছু শিখেছি। যা অধিনায়ক হিসাবে আমার কাজে লেগেছে। মানসিকভাবেও শক্তিশালী হয়েছি ওঁর সান্নিধ্যে। ওঁর কোচিংয়ে অনেক সাফল্য পেয়েছি। শেষ বিশ্বকাপও জিতলাম।’’
এদিকে, ধোনিকে নিয়ে উচ্ছ্বসিত পন্থের বক্তব্য, ‘‘আমার জীবনে মাহি ভাইয়ের বিরাট অবদান রয়েছে। শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও উনি আমাকে সব সময় সাহায্য করে থাকেন। যখনই কোনও সমস্যায় পড়ি, ওঁর কাছে ছুটে যাই। বিপদে পড়লে মাহি ভাই আমার সেরা ভরসা।’’ প্রতিবারের মতো এবারও গুরুপূর্ণিমায় নিজের কোচ প্রয়াত রমাকান্ত আচরেকরকে শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন শচীন তেন্ডুলকর। পাশাপাশি দেশের সব কোচকেও ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য ধন্যবাদ জানিয়েছেন শচীন।