প্যান্টোগ্রাফ ভেঙে পড়ল, ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল কামরূপ এক্সপ্রেস

হাওড়া বর্ধমান কর্ড শাখায় জনাই রোড স্টেশনে ইন্টারলকিং সিস্টেমের কাজ চলছে তাই বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে।

Must read

ফের একবার রেল দুর্ঘটনার সাক্ষী থাকল বাংলা। বছরভর একের পর এক দুর্ঘটনার সম্মুখীন হয়েছে ভারতীয় রেল (Indian Railway)। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা এখনও তাজা দেশবাসীর ম্মৃতিতে। এবার কোনমতে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল কামরূপ এক্সপ্রেস। ব্যান্ডেল স্টেশনে ঢোকার মুখেই এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর মেরামত করে ট্রেন আবার গন্তব্যে রওনা দেয়।

আরও পড়ুন-হাইকিংয়ের সময় পা পিছলে মৃত ফ্যাশন ব্র্যান্ড ‘ম্যাঙ্গো’র প্রতিষ্ঠাতা

হাওড়া থেকে নির্দিষ্ট সময় ছাড়ে কামরূপ এক্সপ্রেস। কিন্তু ব্যান্ডেল স্টেশনে ঢোকার আগে হঠাৎ করেই ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে দাঁড়িয়ে পড়ে। ব্যান্ডেলের রেলের টেকনিক্যাল কর্মীরা মেরামত করে দেয়। কিন্তু এর ফলে ভোগান্তি বাড়ে যাত্রীদের। সাড়ে আটটা নাগাদ ট্রেন রওনা দেয় বর্ধমানের দিকে। এর ফলে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচলে বিপত্তি ঘটে হাওড়া বর্ধমান মেন শাখায়।

আরও পড়ুন-অতুল সুভাষ আত্মহত্যা মামলায় গ্রেফতার হলেন স্ত্রী নিকিতা, শাশুড়ি-শ্যালক

হাওড়া বর্ধমান কর্ড শাখায় জনাই রোড স্টেশনে ইন্টারলকিং সিস্টেমের কাজ চলছে তাই বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। কয়েকটি দূরপাল্লার ট্রেন মেন লাইন দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ব্যান্ডেল স্টেশনে কামরূপ ট্রেনের প্যান্টোরাফের গোলযোগের ফলে আপ এবং ডাউন ট্রেন চলাচলে সমস্যা তৈরি হয়েছে। আরও একবার প্রকাশ্যে এল রেলের গাফিলতি। বরাত জোরে এড়ানো গেল বড়সড় বিপদ। বার বার দুর্ঘটনা,মৃত্যুর ফলে রেল এখন রীতিমত দুঃস্বপ্নের। এদিকে ভারতীয় রেলের বিজ্ঞাপন দেখলে চোখ ধাঁধিয়ে যায়। কিন্তু বাস্তবচিত্র সম্পূর্ণ অন্যরকম। বিজ্ঞাপনী চমকের সঙ্গে বাস্তবের ফারাক বিস্তর।

Latest article